শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী নিহত
চাটমোহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী নিহত
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেঘে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চাটমোহর-টেবুনিয়া সড়কের নেউতিগাছা নামক স্থানে এ দূর্ঘনা ঘটে। নিহতরা হলেন, ভাঙ্গড়া পৌর সদরের পুরাতন এসআর পাড়া মহল্লার মৃত সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী আফরোজা খাতুন (৩৫)। তাদের মধ্যে মনিরুল ইসলাম এলজিইডি করিদপুর অফিসের হিসাব রক্ষক এবং স্ত্রী আফরোজা খাতুন আশা এনজিওতে (চাটমোহর শাখা) চাকুরী করতেন।
স্থানীয়রা জানান, ভাঙ্গড়া থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে দ্রুতগতিতে পাবনার দিকে যাচ্ছিলেন মনিরুল ইসলাম। ঘটনার সময় নেউতিগাছা নামক স্থানে একটি কুকুরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। আর গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হয়।