শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্নীতি ও দলীয় করণ মুক্ত প্রশাসন গড়ে তুলতে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা
দুর্নীতি ও দলীয় করণ মুক্ত প্রশাসন গড়ে তুলতে কোদাল মার্কায় ভোট দিন : জুঁই চাকমা
ষ্টাফ রিপোর্টার :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিদিনই প্রচার-প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন রাঙামাটি-২৯৯ আসনের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত ও বাম গনতান্ত্রিক জোট সমর্থীত প্রার্থী সাহসী পাহাড়ি নারী জুঁই চাকমা।
আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবাচনী প্রচারণার পঞ্চম দিনে নানিয়াচর উপজেলার নানিয়াচর বাজার, বেতছড়ি, ঘিলাছড়ি, বুড়িঘাট, সাবেক্ষ্যং, কুতুকছড়ি বাজার, সাপছড়ি ও মানিকছড়ি বজার এলাকায় তিনি নির্বাচনী প্রচার-প্রচারণা গণসংযোগ করেন।
গণসংযোগকালে জুঁই চাকমা বলেন, চলমান রাজনৈতিক প্রেক্ষেপট পরিবর্তনের জন্য দুর্নীতি ও দলীয় করণ মুক্ত প্রশাসন গড়ে তুলতে কোদাল মার্কায় ভোট দিন। তিনি আরো বলেন দেশে এখন কোন প্রকার আইনের শাসন নাই। নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেইয় ফিল্ড তৈরী হয়নি। ক্ষমতাসীন দলের প্রার্থী এবং তার সমর্থকরা প্রতিদিন নিবার্চনী আচরণ বিধি লঙ্ঘন করছে, জেলা রিটনিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার রহস্যজনক কারণে আমার এজেন্ট এর ফোন পর্যন্ত রিসিভ করছেন না।
জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবার ভোট যুদ্ধে সাধারণ জনগণকেই এগিয়ে আসতে হবে। কারো লাল রক্ত চক্ষু দেখে ভয় পাওয়ার কিছুই নাই। এ
এসময় বাংলাদেরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সভাপতি মধুসুদন চাকমা, সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক মন্ডলীর সদস্য আবুল হাসেম, আব্দুল হালিম, সদস্য তপন জ্যোতি চাকমা, ছাত্র সংহতির জগৎমিত্র চাকমা ও প্রনব চাকমাসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।