রবিবার ● ১৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভীড়
বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভীড়
বান্দরবান প্রতিনিধি :: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পাহাড় কন্যা বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট গুলুতে পর্যটকদের উপচে পড়া ভীড় দেখা গেছে। রবিবার (১৬ ডিসেম্বর) সকলে শহরের হোটেল মোটেল গেষ্ট হাউজ গুলোতে ঘুরে দেখা গেছে কোথাও একটি রুমও খালি নেই। হোটেলের ম্যানেজাররা পর্যটকদের রুম দিতে হিমশিম খাচ্ছেন। বেশীরভাগ পর্যটকরা আগেই থেকেই ফোনের মাধ্যমে রুম বুকিং করে রেখেছেন। তাই নতুন পর্যটকদের রুম দিতে পারছে না বলে জানান হোটেল ব্যবসায়ীরা। প্রতি বছর শীতের মৌসুমের শুরু থেকেই পর্যটকের আগমন ঘটে এ পাহড়ি কন্যা পর্যটন নগরী বান্দরবানে। কিন্তু এবার একাদশ সংসদ নির্বাচনের কারনে প্রথমে তেমন একটা পর্যটকের আগমন না ঘটলেও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। একসাথে এতো পর্যটক আসায় তাদের রুম দিতে হিমশিম খেতে হচ্ছে হোটেল মোটেল গেষ্ট হাউজ ব্যবসায়ীরা। শহরের কয়েকটি হোটেলে রুম না পেয়ে পর্যটকরা অন্যত্র চলে যেতে দেখা গেছে।
শহরের হোটেল হিলভিউর (জিএম) সুলতান মাহমুদ নাফিজ বলেন, বিজয় দিবস উপলেক্ষে ভ্রমন পিপাসুরা ছুটে এসেছেন বান্দরবানের পাহাড়ের সৌন্দর্য্য দেখতে। কিন্তু অনেকে আগে থেকে অধিকাংশ পর্যটক রুম বুকিং দিয়ে রেখেছেন। রুম বুকিং ছাড়া নতুন করে যারা এসেছেন তাদেরকে রুম দিতে পারছি না বলে দু:খ প্রকাশ করছি।
রবিবার দুপুরে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভীড়। এদিকে সেনাবাহিনীর পরিচালিত নীলগিরি, জেলা প্রশাসন পরিচালিত মেঘলা, নীলাচল এবং স্বর্ণ মন্দির সব জায়গা এখন পর্যটকদের পদচারনায় মুখর। শিশু বৃদ্ধ যুবক যুবতিরা তাদের প্রিয়জনদের নিয়ে চাঁদের গাড়ীতে করে ঘুরে বেড়াচ্ছে দর্শনীয় বিভিন্ন স্থান গুলোতে। বান্দরবানের নির্বাচনের আমেজ অন্যদিকে পর্যটকদের ভীড় দুইটি মিলে বান্দরবান শহর কোলাহলের নগরীতে পরিনত হয়েছে। তবে অনেকদিন পর এতো পর্যটকের আগমন ঘটায় খুশি হোটেল-মোটেল, রেষ্টুরেন্ট ও পরিবহন সেক্টরের মালিকরা। বান্দরবানের মাইক্রো সমিতির সভাপতি হারুনুর রশিদ বলেন, পর্যটকদের জন্য আমাদের প্রায় ৪০০ চাঁদের গাড়ী রয়েছে। এতো বেশী পরিমান পর্যটক এসেছে এতো গুলি গাড়ী দিয়েও আমরা সার্ভিস দিতে পারছি না। এদিকে পর্যটকদের যাতে কোন অসুবিধা না হয় সে লক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলায় আগামী ২০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারী পর্যন্ত বিদেশী পর্যটকদের পার্বত্য জেলা বান্দরবানে ভ্রমণ বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ট ভাবে পরিচালনা ও নির্বাচন চলাকালিন সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিদেশী নাগরিকদের ভ্রমন বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।
গত রবিবার ১০ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে অনুষ্ঠিত আইনশৃংখলা সভায় রিটানিং অফিসার এই তথ্য জানিয়েছিলেন। এসময় আইনশৃংখলা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তা ও বান্দরবানে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ওই সময় রিটানিং কর্মকর্তা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিদেশী নাগরিকদের ভ্রমনের সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে হয় প্রশাসনকে। নির্বাচন চলাকালীন সময় এটি কঠিন হয়ে পড়বে। এছাড়া অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকাও রয়েছে। এ কারনে আগামী ১৭ দিন কোন বিদেশী নাগরিক বান্দরবানে ভ্রমন করতে পারবেন না বলেন তিনি। আগমী ৬ জানুয়ারীর পর আগের নিয়মেই তারা এলাকা ভ্রমণ করতে পারবেন।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, নির্বাচনী ডিউটিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যস্থ সময় পার করছে তবুও পাবর্ত্য জেলা বান্দরবান যেহেতু পর্যটন নগরী তাই প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসে তাদের কথা মাথায় রেখে টুরিষ্ট পুলিশের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। এছাড়া বিভিন্ন পর্যটন স্পটে সাদা পোষাকধারী পুলিশও দায়িত্ব পালন করছে।