রবিবার ● ১৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » চাঞ্চল্যকর হেলাল হত্যা কান্ড : প্রধান আসামী আটক
চাঞ্চল্যকর হেলাল হত্যা কান্ড : প্রধান আসামী আটক
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে চঞ্চল্যকর হেলাল হত্যাকান্ডের প্রধান আসামী লেংপুং ম্রো (২৮) কে আটক করা হয়েছে। আজ রবিবার বিকেল পাঁচ ঘটিকায় আলীকদম সেনা জোনের একটি টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আলীকদম বাজারে সাড়াসি অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে প্রাথমিক জ্ঞিজ্ঞাসাবাদের পর আলীকদম থানায় সোফর্দ করে। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
৪নং কুরুক পাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানায়, গত হেলাল উদ্দিনকে হত্যার পর এই আসামী কৌশলে স্থানীয় ওয়ার্ড মেম্বার খামলাই ম্রো ও অস্ত্রসহ আত্মসর্ম্পনকারী ম্রো ন্যাশনাল ডেমোক্রেসি পার্টি (এমএনডিপি)’র কমান্ডার মেনরুম ম্রোর সাথে আতাত করে আনসার বেসিক প্রশিক্ষানের চলে যায়। খামলাই ম্রো লেংপুং ম্রো এর পরিবর্তে ভুয়া নাম (মেনথন ম্রো, পিতা- কাইপ্রে ম্রো) দিয়ে তার জাতীয়তা সনদে সুপারিশ করে আমার কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করে। ওই সনদের অনুবলে তাকে শফিপুর আনসার একাডেমীতে দুই মাস দশ দিনের বেসিক আনসার প্রশিক্ষনে পাঠায়। মূলতঃ খামলাই মেম্বার ও মেনরুম ম্রো জনতো যে, লেংপু ম্রো (ছদ্মনাম- মেনথন ম্রো) হেলাল হত্যার প্রধান আসামী।
১১ অক্টোবর আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মো. ইউনুছ এর ছেলে হেলাল উদ্দিনকে পাহাড়ি সন্ত্রাসীরা ইন্দুর মুখ এলাকায় গরু বিক্রয়ের কথা বলে নির্মমভাবে হত্যা করে। ১৫ অক্টোবর নিহত হেলাল উদ্দিনের বড় ভাই মো. ইলিয়াছকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকা ৬ জনকে আটক করে এবং এ ঘটনায় ৯ জনকে আসামী করে থানায় এজাহার দায়ের করেন। অভিযুক্ত ৯ মধ্যে ৮ জনকে আটক করে কোর্টে চালান করে। তার মধ্যে এক জনকে আদালত খালস দেয়। অপর ৭ জন ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবান বন্দি প্রদান করে।