সোমবার ● ২৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের অনন্য উদাহরণ সিলেট
শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের অনন্য উদাহরণ সিলেট
সিলেট জেলা প্রতিনিধি :: শাহ জালাল ও শাহপরান-এর স্মৃতিধন্য পূণ্যভূমি বা আধ্যাত্মিক নগরী সিলেট। বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপটে সিলেট-১ আসন গুরুত্বপুর্ন। অতীতের নির্বাচনে এই আসন থেকে যে দলের প্রার্থী পাশ করেছে সেই দলই সরকার গঠন করেছে।
সিলেট জেলার সদর নিয়ে( যা মূলত সিলেট শহর নিয়ে গঠিত) সিলেট-১ আসন অবস্থিত। যা জাতীয় সংসদের ২২৯নং আসন। স্বাধীনতার পর থেকে এই আসন থেকে যে দলের প্রার্থী জয়ী হয়েছেন, ক্ষমতায় গেছে সেই দলই। এ কারণেই সিলেট-১ আসনের লড়াইটাও অত্যন্ত মর্যাদার।
সিলেট অঞ্চলের লোকজন সম্প্রীতি, সহানুভূতি আর সৌজন্যের জন্য বিখ্যাত। রাজনীতিতে যে সেই সম্প্রীতির বন্ধন অটুট থাকে তা দেখছে সারা দেশবাসী বহুবার। ঠিক এমনই চিত্র দেখা গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায়।
সিলেটজুড়েই নৌকা আর ধানের শীষের পাশাপাশি পোস্টার। নির্বাচনী প্রচারেও প্রার্থীদের একে অপরের প্রতি নেই বিষোদ্গার। বরং ভুলত্রুটি ক্ষমা করে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি আছে। শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের অনন্য উদাহরণ এখন সিলেট শহর। জমজমাট নির্বাচনী প্রচার চলছে এখানে।
সিলেট মহানগরের আওয়ামী লীগ-বিএনপির একাধিক নেতা জানান, সিলেটে বিভিন্ন দলের নেতাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এটা সিলেটের রাজনৈতিক অঙ্গনকে এক ধরনের বড় পরিবারে পরিণত করেছে। এ কারণে সিলেটে রাজনৈতিক উত্তাপ খুব বেশি বাষ্প ছড়ায় না।
নির্বাচনী প্রচারের ব্যাপারে মহাজোট প্রার্থী ড.আবদুল মোমেন বলেন, ‘সিলেটে নির্বাচনের আদর্শ পরিবেশ বিরাজ করছে। আমাদের বেশ কিছু কার্যালয় ভাংচুর করা হয়েছে। তারপরও সমর্থকদের উস্কানিমূলক কোনো কিছু করতে বারণ করেছি। আমাদের গৌরব ধরে রাখতে হবে। বিএনপি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। তাদের বড় কাজ অভিযোগ করা। মূলত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা এসব করছে। কিন্তু প্রকৃত অর্থে সুন্দর পরিবেশ রয়েছে, মানুষ সেটা নিজের চোখেই দেখছে।’
বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, ‘প্রার্থী হিসেবে প্রচারে বাধার সম্মুখীন না হলেও দলের নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি করা হচ্ছে। নগরীর এমন কোনো থানা নেই যেখানে প্রতি রাতে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে না। সেন্টার কমিটি করলে তার সভাপতিকে গ্রেফতার করা হচ্ছে। কোথাও সেন্টার কমিটি করতে আলোচনা হলেও সংশ্নিষ্টদের হুমকি দেওয়া হচ্ছে। তারপরও সার্বিক প্রচারে মানুষের স্বতঃস্ম্ফূর্ত সমর্থন পাচ্ছি।’