সোমবার ● ২৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ে উন্নয়নের জন্য কাজ করছে সেনাবাহিনী : বিগ্রেডিয়ার জেনারেল সাজেদুল ইসলাম
পাহাড়ে উন্নয়নের জন্য কাজ করছে সেনাবাহিনী : বিগ্রেডিয়ার জেনারেল সাজেদুল ইসলাম
মাটিরাঙ্গা প্রতিনিধি ::পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী মন্তব্য করে খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম বলেছেন, কম্পিউটার প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটরসহ নানামুখী কাজে আত্মনিয়োগ করতে সক্ষম হবে এখানকার প্রশিক্ষার্থীরা। সেলাই প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে মেয়েরা স্বাবলম্ভী হয়ে পরিবারকে আর্থিক সহায়তা করতে পারবে। তিনি আগামী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য সকলের দৃষ্টি আর্কষণ করেন। এ সময় সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিসহ সকল জাতি-গোষ্টিকে দেশের উন্নয়নে একসাথে কাজ করার আহবান জানান। আজ সোমবার দুপুরে মাটিরাঙ্গা জোন কর্তৃক আয়োজিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন উত্তর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফ্টেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা প্রমুখ। পরে প্রায় ২ শতাধিক পাহাড়ী-বাঙালী দুস্থ্য শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।