সোমবার ● ২৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু
গাইবান্ধায় প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ শুরু
গাইবান্ধা প্রতিনিধি :: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধার-২ (সদর) আসনে আজ সোমবার গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ।
উদ্বোধনী দিনে ৪শ’ সহকারি রিটার্নিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেন। দ্বিতীয় দিন আগামী বুধবার (২৬ ডিসেম্বর) ১০৬টি ভোট কেন্দ্রের ১০৬ জন প্রিজাইডিং অফিসার ও অবশিষ্ট ২৯৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার প্রশিক্ষণ নেবেন। তৃতীয় দিন বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ১ হাজার ৩৯৬ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করবেন।