শনিবার ● ২৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথের ৭৪টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জমাদি পাঠানো শুরু
বিশ্বনাথের ৭৪টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জমাদি পাঠানো শুরু
বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ভোটগ্রহণের নির্বাচনী সরঞ্জমাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
বিশ্বনাথ উপজেলা নির্বাচন নির্বাচন অফিস থেকে সিলেট-২ আসনের বিশ্বনাথ উপজেলার ৭৪টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা ভোটগ্রহণের জন্য ফরম, স্টেশনারী, ব্যালট পেপার, বক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওয়ানা হয়েছেন।
বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারোওয়ার জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে। বিকাল নাগাদ সেগুলো প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে। ওইসব মালামাল নিরাপত্তার মধ্যে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
আামীকাল (৩০ ডিসেম্বর) রবিবার সকাল আটটায় শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ২লক্ষ ৮৭হাজার। এর মধ্যে বিশ্বনাথ উপজেলা ভোটার সংখ্যা ১লক্ষ ৫০ হাজার ৬ শত ৫৮ জন।
উপজেলা নির্বাচন নির্বাচন অফিস সূত্রে জানা যায়- বিশ্বনাথ উপজেলায় নির্বাচনে মোট ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্বে ৭৪টি কেন্দ্রে ৭৪ জন প্রিজাইডিং অফিসার, ১৪৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২৯৬ জন পুলিং কর্মকর্তা রয়েছেন। তাদের সাথে প্রতিটি কেন্দ্রে ১৭জন করে আনসার ভিডিপি ও গ্রাম পুলিশের সদস্য থাকবেন। এছাড়া প্রতিটি সাধারণ কেন্দ্রে ১জন ও ঝুকিপূর্ণ কেন্দ্রেগুলোকে ২জন প্রয়োজনে ৩জন করে পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।
এছাড়া উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিজিবি নির্বাচনের মাঠে রয়েছে।