শনিবার ● ২৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ঝুকিপূর্ণ কেন্দ্র ১৭টি
পার্বতীপুরে ঝুকিপূর্ণ কেন্দ্র ১৭টি
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের পার্বতীপুর এলাকার ১৭টিরও বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবকাঠামোগত অবস্থা, যোগাযোগ ব্যবস্থাসহ বিবিন্ন বিষয়ের ভিত্তিতে এসব ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করছেন প্রার্থীরা। ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত পার্বতীপুর উপজেলা। পার্বতীপুর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৮৬৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৩১৪ জন এবং মহলিা ১ লাখ ৩২ হাজার ৫৫৩ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৮৭টি ভোট কক্ষের সংখ্যা ৪৫৭টি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক জানান, কোন কেন্দ্রই ঝুকিপূর্ন নেই। এরই মধ্যে সকল ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। ভোটাররা যেন নির্ভিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এর জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। তবে যে কোন প্রকার অপৃতিকর ঘটনা মোকাবেলায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।