সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার ৪টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ
গাইবান্ধার ৪টি আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ
গাইবান্ধা প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার চারটি আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় নির্ধারিত সময়ে সকল ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ৯টার পর থেকে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট প্রদানের পর ভোটার বেবি বেগম (৪৩) জানান, ‘খুব সহজেই মার্কা খুঁজে ভোট দেওয়া গেছে। পছন্দমতো প্রার্থী বাছাই করে পছন্দের মার্কায় ভোট প্রদান করেছি’। একই কেন্দ্রে ভোট প্রদানের পর মো. লাল মিয়া (৭৫) নামে আরেক ভোটার জানান, ‘প্রার্থীদের প্রতীক চিনতে কোন সমস্যা হয়নি। সুন্দর পরিবেশ ও স্বাধীনভাবে ভোট প্রদান করেছি’।
এদিকে, জেলার চারটি আসনের ৪৭৩টি ভোট কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, এসব আসনে মোট ভোটার ১৩ লাখ ৭৩ হাজার ৮৬৫ জন। এরমধ্যে নারী ভোটার ৭ লাখ ২ হাজার ৭৮৫ জন এবং পুরুষ ভোটার ৬ লাখ ৭১ হাজার ৮০ জন। ৪৭৩টি ভোটকেন্দ্রের ২ হাজার ৬৮৫টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটারধিকার শান্তিপূর্ণ পরিবেশে প্রয়োগ করছেন। গাইবান্ধার চারটি সংসদীয় আসনে ৪৭৩ জন প্রিজাইডিং অফিসার, ২ হাজার ৬৮৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৫ হাজার ৩৭০ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ধরে রাখতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়াসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও চরাঞ্চলের কেন্দ্রগুলোর জন্য বিশেষ নজরদারি রাখা হয়েছিল। মাঠে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ছাড়াও ১০ জন নির্বাহী ও ১০ জন বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত হয়। এ আসনে আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে ৩০ ডিসেম্বর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ), গাইবান্ধা-২ (সদর), গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) এই চারটি সংসদীয় আসনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এ আসনগুলোতে ৩০জন বৈধ প্রার্থী। এরমধ্যে গাইবান্ধা-১ আসনে ১১ জন, গাইবান্ধা-২ আসনে ৭ জন, গাইবান্ধা-৪ আসনে ৭ জন ও গাইবান্ধা-৫ আসনে ৫ জনসহ মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে দু’জন প্রার্থী ভোটের মাঠ থেকে সরে দাড়ানোর ফলে গাইবান্ধার এ চারটি আসনে ভোটযুদ্ধে লড়েছেন মুলত: ২৮জন প্রার্থী।