সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি ২৯৯ আসন : কাউখালীতে নির্বাচনী সহিংসতায় নিহত -১, আহত-২৩
রাঙামাটি ২৯৯ আসন : কাউখালীতে নির্বাচনী সহিংসতায় নিহত -১, আহত-২৩
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘঠিত সহিংস ঘটনায় ১জন নিহত, অন্তত ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
সুত্র জানায় , ভোট শুরুর প্রাক্কলে উপজেলার রাঙীপাড়া এলাকায় সকাল ৭টার সময় যুববলীগ ৩নং ঘাগড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মো. বাছির উদ্দিন (৩০) পিতা, আব্দুর রশিদ, সাং কাশখালী, ঘাগড়া,কাউখালী রাঙামাটি ভোট কেন্দ্রে যাওয়ার পথে পুর্ব থেকে ওৎ পেতে থাকা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের কর্মীরা তার উপর পিছন থেকে হামলা চালায় এবং মাথায় লাটি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। বাছির রাস্তায় লুটিয়ে পড়েন খবর পেয়ে এলাকার লোকজন সংগে সংগে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসক তাকে মুমর্ষ দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চমেক নেওয়ার পর সে মারা যায় বলে জানা যায়। লাশ চমেক হাসপাতালে রাখা হয় পোষ্টমর্টেম করার জন্য। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ হতে মামলার প্রক্রিধীন বলে জানা যায়। এবং নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কাউখালী থানা পুলিশ ৪ জনকে আটক করেন। আটককৃতরা হলেন মো. আব্দুল মোতালেব (৪৮) পিতা মৃত মুক্তুল হোসেন, সাং রাঙীপাড়া। মো. কামাল উদ্দিন (৪২) পিতা মৃত, আব্দুল ছাত্তার, সাং কাশখালী, মো. ওমর ফারুক (১৮) পিতা মৃত আবু তাহের,সাং কাশখালী, মো. শামি (২৩) পিতা অজ্ঞাত, সাং কাশখালী কাউখালী,রাঙামাটি পার্বত্য জেলা। আটককৃতরা সবাই বিএনপি’র নেতা কর্মী বলে জানা যায়।
অপরদিকে একই দিনে ভোট চলা কালীন সময়ে সকাল সাড়ে ১১টার ও ১২টার সময় কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় ভোট দিতে আসার পথে এবং যাওয়ার পথে বিএনপির কর্মীদের দ্বারা আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখা ও অংগ সংঘঠনের কর্মীদের উপর আক্রমণ ও ইট পাটকেল নিক্ষেপের কারনে আহত হয়েছেন অন্তত ২১জন।
আহতরা হলেন মো. সাজ্জাদ হোসেন (৩০) পিতা, মো. মশিউর রহমান, যুবলীগ কর্মী,সাং রাংগিপাড়া,মো. বেলার উদ্দিন (২৮) পিতা, মো. জামাল, যুবরীগ কর্মী সাং কাশখালী,জাকির হোসেন (৩০) পিতা,আবুল হাশেম,যুবলীগ কর্মী,সাং বেতছড়ি, ঈসমাইল হোসেন (৩২) পিতা, আব্দুল মান্নান,আৎলীগ কর্মী, সাং বেতছড়ি, মো. রহিম (২২) পিতা,আব্দুল জামাল, ছাত্রলীগ কর্মী, সাং বেতছড়ি,সাব্বির (১৮) পিতা,আব্দুর রহমান, ছাত্রলীগকর্মী, সাং মুসলিম পাড়া, মোঃ মহিম (২৮) পিতা, শহিদ মিয়া, যুবলীগ কর্মী, সাং কাউখালী সদর, মো. ওমর ফারুক (২৮) পিতা, মৃত, আবু তাহের, শ্রমিকলীগকর্মী, সাং কাউখালী সদর, মোঃ শাহিন (২৫) পিতা,মোঃ রিয়াজ, চাত্রলীগকর্মী, সাং রাঙীপাড়া, সাব্বির আহম্মদ, পিতা,আব্দুর রহমান,ছাত্রলীগকর্মী, সাং (১৮) রাঙীপাড়া, মো. রহিম (২২) পিতা, আব্দুল মান্নান, চাত্রলীগকর্মী, সাং মুসলিম পাড়া, মো. আলী আহাম্মদ(৩০) পিতা,মকবুল হোসেন, বেতছড়ি, মো. আজিজ (২৮) পিতা মৃত, মো. আলম,শ্রমিকলীগ কর্মী, সাং মুসলিম পাড়া, মো. সোহাগ (১৯) পিতা, রুহুল আমিন,ছাত্রলীগকর্মী, সাং রাঙীপাড়া, মো. আশরাফ (৩২) পিতা,শাহাজান, যুবলীগকর্মী, সাং রাঙীপাড়া,কাউখালী রাঙামাটি পার্বত্য জেলা। মোট ২৩ জন কাউখালী উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেন। ১৭ জনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ৬ জন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে বিএনপির ২জন আহত হওয়ার খবর পাওয়া যায়। আহতরা হলেন বিএনপি কাউখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, মো. আব্দুল মোতালেব (৪৫) পিতা মৃত, মুক্তুল হোসেন,সাং কাশখালী, মো. ইসমাইর (৩১) পিতা, ইব্রাহীম, বিএনপি’র কর্মী, সাং,বেতছড়ি, কাউখালী রাঙামাটি পার্বত্য জেলা।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. মন্জুর জানান নিহত যুবরীগ কর্মী বাছিরের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্বে হত্যা মামলার দায়ের হয়েছে বলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।