সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে যুবলীগ নেতার দাফন সম্পন্ন
কাউখালীতে যুবলীগ নেতার দাফন সম্পন্ন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলায় অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে রবিবার সকাল সাড়ে টার সময় বিএনপি কর্মীদের হাতে নিহত ঘাগড়া ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক বাছির উদ্দিনের নামাজে জানাজা আজ সোমবার দুপুর ২টায় উপজেলা সদর মাঠে অনুষ্ঠিত হয়।
জানা যায়, গতকাল ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন (রাঙামাটি-২৯৯ আসন) শুরুর প্রাক্কলে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. বাছির উদ্দিন(৩০) পিতা, মো. আব্দুর রশিদ, সাং রাঙীপাড়া,কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা। সকাল সাড়ে ৭টার সময় রাঙীপাড়া হতে কাশখালী ভোট কেন্দ্রে যাওয়ার পথে পুর্ব থেকে ওৎপেতে থাকা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা তাকে পিছন থেকে লাঠি দিয়ে আঘাত করলে সে মাঠিতে লুটিয়ে পড়েন সংগে সংগে এলাকার লোকজন তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুমুর্ষ অবস্থায় চট্ট্গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চমেক নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশ পোষ্টমর্টেম শেষে রাতেই তার লাশ কাউখালী উপজেলার রাঙীপাড়া গ্রামে নিয়ে আসেন। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ হতে কাউখালী থানায় হত্যা মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
আজ সোমবার দুপুর ২টায় উপজেলা সদর প্রশাসন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার জানাজায় কয়েক হাজার লোক অংশ গ্রহন করেন। নামাজে জানাজা শেষে নিহত যুবলীগ নেতা বাছিরের কপিনে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান ২৯৯ রাঙামাটি আসন থেকে আওয়ামীলীগ হতে নব নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার। এ সময় তার সাথে ছিলেন জেলা আ’লীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, জেলা আ’লীগ সাধারন সম্পাদক মো. মুছা মাতব্বর, রাঙামাটি জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
পুষ্পমাল্য অর্পন করেন রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন। নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প্যমাল্য অর্পন করেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি অংসুই প্রু চৌধুরী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অংচা প্রু মারমা, আ’লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার, চেয়ারম্যান ক্যাজাই মারমা, বেতবুনিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. শামসুদ্দোহা চৌধুরী, ঠিকাদার মো. মনির হোসেন, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, মেম্বার মো. শরীফ উদ্দিন সহ আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের এবং সহযোগি সংঘঠনের নেতাকর্মী সহ স্থানীয় সর্বস্তরের জনসাধারন। পরে তাকে রাঙীপাড়া গ্রামে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।