সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » একাদশ জাতীয় সংসদ নির্বাচন : গাইবান্ধার ৪টি আসনের বেসরকারি ফলাফল
একাদশ জাতীয় সংসদ নির্বাচন : গাইবান্ধার ৪টি আসনের বেসরকারি ফলাফল
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার ৪টি আসনের প্রাপ্ত ফলাফলে মহাজোটের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হচ্ছেন : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মহাজোটের শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পার্টি- লাঙ্গল) ১ লাখ ৯৭ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী (ঐক্যফ্রন্ট- ধানের শীষ) জামায়াতের মাজেদুর রহমান পেয়েছেন ৬৫ হাজার ১৭৩ ভোট।
গাইবান্ধা-২ (সদর) আসনে মহাজোটের মাহাবুব আরা বেগম গিনি (আওয়ামী লীগ- নৌকা) ১ লাখ ৮৯ হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী (ঐক্যফ্রন্ট- ধানের শীষ) আব্দুর রশিদ সরকার (বিএনপি) পেয়েছেন ৬৮ হাজার ৬৭০ ভোট।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মহাজোটের মনোয়ার হোসেন চৌধুরী (আওয়ামী লীগ- নৌকা) ৩ লাখ ৮৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী (জাতীয় পার্টি- লাঙ্গল) কাজী মশিউর রহমান পেয়েছেন ৫ হাজার ৭১৭ ভোট।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মহাজোটের মো. ফজলে রাব্বী মিয়া (আওয়ামী লীগ- নৌকা) ২ লাখ ৪৬ হাজার ৮৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী (ঐক্যফ্রন্ট- ধানের শীষ) ফারুক আলম সরকার (বিএনপি) পেয়েছেন ১৩ হাজার ৬৬৯ ভোট।