সোমবার ● ৩১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি-২৯৯ আসনে পূনঃ নির্বাচনের দাবী করে বিএনপি’র লিখিত অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনে পূনঃ নির্বাচনের দাবী করে বিএনপি’র লিখিত অভিযোগ
ষ্টাফ রিপোর্টার :: আজ ৩১ ডিসেম্বর সোমবার রাঙামাটি বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. শাহ আলম এবং ধানের শীষ প্রার্থীর নির্বাচনী এজেন্ট প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য জেলা ও রিটার্নিং অফিসার, রাঙামাটি-২৯৯ আসন, রাঙামাটি পার্বত্য জেলা বরাবর একটি লিখিত আবেদন এর মাধ্যমে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করে পূনঃ নির্বাচনের দাবী করা হয়।
রাঙামাটি সর্বমোট ২০৩টি কেন্দ্রের মধ্যে উল্লেখিত ২১ কেন্দ্রে মোটামুটি স্বাভাবিক ভোট চলমান থাকলেও অপর ১৮২টি ভোট কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর সকল এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধাসহ কোনো কোনো কেন্দ্র থেকে প্রশাসনের ছত্রছায়ায় বল প্রয়োগ ও মারধরের মাধ্যমে এজেন্টদের বের করে দিয়ে প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্মুখে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে এবং ভোটারের হাত থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে ব্যালট বাক্স ভর্তি করেছে। লংগদু, বাঘাইছড়ি ও কাউখালী উপজেলায় পূর্ব থেকে সিলমেরে রাখা জাল ব্যালট পেপার দিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, বিএনপি’র এজেন্ট ও কর্মীদের উপর হামলা করে দুই শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে প্রতি পদে পদে বাধা প্রদান করা হয়েছে, যারা বাধা মানতে চায়নাই তাদের উপর শারিরিকভাবে হামলা করা হয়েছে। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হলেও তাদের পক্ষ হতে কোনো প্রতিকার পাওয়া যায়নি। বরং তারা সন্ত্রাসী ও দখলবাজদের ক্ষেত্র বিশেষে প্রশ্রয় দিয়েছে। ভোটরদের ভোট নাদিয়ে বাড়ি চলে যেতে উৎসাহিত করেছে।
রাঙামাটি জেলা বিএনপি যে ২১টি কেন্দ্রের ভোট বাতিল করে পুর্ননির্বাচনের দাবি জানানো হয় কেন্দ্র সমুহ হচ্ছে :
১০৫ পুরান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুরানবস্তি, ১০৯ রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় (আপার রাঙামাটি), ১১০ শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়,মাঝেরবস্তি,তবলছড়ি, ১১১ স্বর্ণটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় তবলছড়ি (মহিলা কেন্দ্র ), ১১২ রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,তবলছড়ি (পুরুষ কেন্দ্র ), ১১৩ আসামবস্তি সররকারী প্রাথমিক বিদ্যালয় আসামবস্তি ঝগড়াবিল, ১১৪ যোগেন্দ্র দেওয়ান পাড়া সররকারী প্রাথমিক বিদ্যালয় রাঙ্গাপানি, ১১৫ ভেদভেদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভেদভেদী,১১৬ কাঠালতলী সর:প্রাথমিক বিদ্যালয় কাঠালতলী, ১১৭ বনরূপা সরকারী প্রাথমিক বিদ্যালয় বনরূপা কৃষি অফিস এলাকা, ১১৮ রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কালিন্দীপুর রাজবাড়ি এলাকা, ১২০ গোধুলী আমানত বাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় আমানত বাগ, ১২১ রাঙামাটি সরকারি কলেজ,কলেজ গেইট, ১২২ কাটাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কাটাছড়ি, ০৯২ ভুবনজয় সরকারী উচ্চবিদ্যালয় উপজেলা সদর, ০৫৯ লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় তিনটিলা, ০৭০ নানিয়ারচর পূর্নবাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় নানিয়ারচর, ১৮১ রাজস্থলী বাজার সরকারী প্রাথমি বিদ্যালয় রাজস্থলী বাজার, ১৮৭ ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ইসলামপুর, ১৮৮ শফিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১৫১আইডিয়াল কেজি স্কুল (কাউখালি উপজেলা সদর )।