মঙ্গলবার ● ১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় বই বিতরণ উৎসব
গাইবান্ধায় বই বিতরণ উৎসব
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা সদর উপজেলার কলেজিয়েট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত হয়। আজ মঙ্গলবার সকাল ১০ টায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। স্কুলের সভাপতি ফজলে করীম নান্টুর সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন প্রধান অথিতি জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি এমপি, জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, পৌর মেয়র শাহ্ জাহাঙ্গীর কবীর মিলন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম প্রমূখ।
বক্তারা বলেন, শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। প্রতিবন্ধী, নৃগোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের শিশুদের একই আওতায় এনে আজ এক যোগে বই বিতরণ করা হচ্ছে। তাই সকল ভেদাভেদ ভুলে অভিভাবক ও শিক্ষকদের প্রতিটি শিশুকে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
হুইপ গিনি বলেন, শেখ হাসিনার সরকার একটি শিশুকে ০ থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিক্ষা চিকিৎসার সকল খরচ বহন করবে। যাদের বয়স ৬৫ বছর নারী পুরুষ যেই হোক তাদেরকে সিনিয়র সিটিজেনশীপ দেয়া হবে এবং চিকিৎসার সকল খরচ সরকার গঠন করবে বলে জানান। তিনি আরও বলেন, জনগণ সন্ত্রাস, জঙ্গিবাদকে বর্জন করেছেন এই নির্বাচনের মাধ্যমে। জনগণ মনে করেন স্বাধীনতার স্বপক্ষের শক্তি দেশের জন্য মঙ্গল বয়ে আনতে পাবরে।