মঙ্গলবার ● ১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বছরের প্রথমদিন কোমলমতি ছাত্র ছাত্রীদের হাতে বই
নবীগঞ্জে বছরের প্রথমদিন কোমলমতি ছাত্র ছাত্রীদের হাতে বই
নবীগঞ্জ প্রতিনিধি :: সারাদেশের ন্যায় নবীগঞ্জেও বছরের প্রথম দিন কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে প্রধানমন্ত্রীর উপহার বই উতসব অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নবীগঞ্জ হিরামিয়া গার্লস হাইস্কুলে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। বিদ্যালয় পরিচালান কমিটির সভাপতি অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং কামরুল হাসানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হিরামিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এটি এম বশিরুল ইসলাম,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। এ সময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা,অভিবাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। প্রধান অথিতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন,বছরের প্রথমদিন কোমলমতি ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দেওয়া বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ। দেশকে নিরক্ষরমুক্ত করতে এ সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সব্বোর্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অতীতে বাংদেশের কোন সরকারই এ ধরনের পদক্ষেপ নিতে পারেনি।
অপরদিকে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে নতুন বই বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভ্পাতিত্বে এবং প্রধান শিক্ষক প্রজেশ রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: কবির মিয়া,পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা হাসনা খানম,শিক্ষিকা অঞ্জরী রানী দাশ। এ সময় উপন্থিত ছিলেন শিক্ষার্থীর অভিভাবক মো: হাফিজ মিয়া,প্রবীর দেব, গোপেশ^র গোপ, রেজাক মিয়াসহ অন্যান্য অভিভাবকবৃন্দ। এছাড়া ঐদিন নবীগঞ্জ জে,কে সরকারী পাইলট উচ্চবিদ্যালয়,আদর্শ প্রাথমিক বিদ্যালয়,উপজেলা শিশু শিক্ষা একাডেমীসহ অন্যান্য বিদ্যালয়ে একযোগে নতুন বই বিতরন অনুষ্টিত হয়।