মঙ্গলবার ● ১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে : বীর বাহাদুর উশৈসিং
বান্দরবানে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে : বীর বাহাদুর উশৈসিং
বান্দরবান প্রতিনিধি :: সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও উৎসাহ-উদ্দীপনায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতে বিনামূল্যে বই বিতরণ শুরু করা হয়েছে। বান্দরবান জেলার প্রায় সব বিদ্যালয়ে বই বিতরণ করা হচ্ছে। আজ মঙ্গলবার ১ জানুয়ারী সকালে বান্দরবান রাজার মাঠে বই বিতরণ উৎসবে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমার সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসন থেকে ৬ষ্ট বারের মত নব-নির্বাচিন সংসদ সদস্য পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলার পলিশ সুপার জাকির হোসেন মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু হাসান সিদ্দিক (শিক্ষা ও আইসিটি), বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তরা। বই বিতরণের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং নববর্ষের শুরুতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ হাতে মিষ্টি মুখ করান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্তী বীর বাহাদুর উশৈসিং বলেন, আমাদের সন্তানদের শিক্ষিত হলে হবে না সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনা সরকারে আমলেই বান্দরবানের ৭টি উপজেলা সরকারি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় প্রাথমিক বিদ্যালয় সরকারি করণ করা হয়েছে। শিক্ষার উন্নয়নে পার্বত্য অঞ্চলে আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার পাশপাশি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এমাসে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে এবং আমার আগামী দিনে বান্দরবানে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। বান্দরবান পার্বত্য জেলায় এবার মারমা, চাকমা ছাড়াও ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে নিজ মাতৃভাষার বই বিতরণ করা হচ্ছে। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে প্রায় ৫২ হাজার শিক্ষার্থীদের মাঝে ৬ লক্ষ ৯০ হাজার ৫৭৫টি বই দেয়া হচ্ছে।