বুধবার ● ২ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » নবনির্বাচিত গিনিকে শুভেচ্ছায় ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থী রশিদ
নবনির্বাচিত গিনিকে শুভেচ্ছায় ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থী রশিদ
গাইবান্ধা প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন একই আসনের ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থী আব্দুর রশীদ সরকার। গতকাল মঙ্গলবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির বাড়িতে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন আব্দুর রশীদ সরকার।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে মহাজোট প্রার্থী মাহাবুব আরা বেগম গিনি নৌকা প্রতীক এবং জাপার সাবেক সংসদ সদস্য আব্দুর রশীদ সরকার বিএনপিতে যোগদানের পর ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। নির্বাচনে মাহাবুব আরা বেগম গিনি নৌকা প্রতিকে ১ লাখ ৮৯ হাজার ৬১৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন।
গিনি ২০০৮ সালে আ.লীগ থেকে প্রথম এমপি নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের নির্বাচনে এমপি হওয়ার পর জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব নেন। এবারের নির্বাচনে গিনির প্রতিদ্বন্দী ঐক্যফ্রন্টের প্রার্থী আব্দুর রশীদ সরকার ধানের শীষ প্রতীকে ভোট পান ৬৮ হাজার ৬৭০টি।
আব্দুর রশিদ সরকার জাপা থেকে ১৯৯১ ও ৯৬ সালে এ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন জাপার জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেব দায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনে জাপা থেকে লাঙল না পেয়ে দলত্যাগ করে বিএনপিতে যোগদেন তিনি।