বুধবার ● ২ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পাহাড়ি নারীর ভূমি জবর দখলের অভিযোগ
বান্দরবানে পাহাড়ি নারীর ভূমি জবর দখলের অভিযোগ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে পাহাড়ি নারীর নিজ ক্রয়কৃত জমির উপরে মাটি কুড়ে ভূমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। বান্দরবানের চিত্রসেন বৈদ্দ পাড়ার স্থায়ি বাসিন্দা নিটু চাকমা অভিযোগ করে বলেন, বান্দরবান সদর উপজেলার ৩১৩ নং বান্দরবান মৌজায় ১৩৬ হোল্ডিং এর ১৮৯ খতিয়ান ২৩৪৭ দাগের সুনির্দিষ্ট চৌর্দ্দিভুক্ত আমার ক্রয়কৃত জায়গা। বান্দরবান কুটির শিল্প ও বিক্রয় কেন্দ্র এর পূর্ব পাশে সরকারি সম্পদ নষ্ট করে সরকারি বাউন্ডারী ওয়াল ঘেষে বিশাল আকারের মাটি কুড়ে সন্ত্রাসী কায়দায় স্থানিয় প্রভাশালী তপন কান্তি তালুকদারগং রা আমার ভোগ দখলীয় ভূমি জবর দখলের চেষ্টা চালাচ্ছে। আগামী বর্ষা মৌসুমে এই বাউন্ডারী ওয়ালটি মাটিতে লুটে পড়ার আসংখা রয়েছে। গত ডিসেম্বরের ২২ তারিখে আমার ক্রয়কৃত ভ’মিতে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রসী প্রকৃতির লেকের সমন্নয়ে দেশীয় অস্ত্র সস্ত্রের সজ্জিত হয়ে বেআইনি ভাবে আমার জায়গায় মাটি কুড়ে স্থায়ীভাবে স্থাপনা নির্মানের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন নিটু চাকমা। তিনি আরো বলেন, ঘটনার পর গত ২৪ ডিসেম্বর বান্দরবান অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় সিআর মামলা ১৫৯/১৮ ইং দায়ের করার পরে বিবাদী তপন কান্তি তালুকদার গং আমাকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়ে আমার ভোগ দখলীয় ভূমি তারা দিজেদের দখলে নেওয়ার পাইতারা চালাচ্ছে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত তপন কান্তি তালুকদার মুঠোফোনে বলেন, আমি প্রয়াত রাজা কেএস প্রু বাবুর কাছে ১৯৮৯ সালে এই জায়গাটি কিনেছি আমার জায়গায় আমি স্থাপনা নির্মান করছি। গত ২৪ তারিখে অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আদালতে আমার বিরোদ্ধে মামলা করা হলে পুলিশ গিয়ে আমার নিজস্ব ক্রয়কৃত ভূমিতে নির্মান কাজ বন্ধ করেদেয় সে থেকে আমার কাজ এখনো বন্ধ আছে। তিনি আরো বলেন, আইনের প্রতি সন্মান রেখে আমি আইনি ভাবে মোকাবেলা করে যাবো।