শুক্রবার ● ৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া : বিশ্বনাথে আলোচনায় ১৫ জন
উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া : বিশ্বনাথে আলোচনায় ১৫ জন
মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: চলতি বছরের মার্চে উপজেলা নির্বাচন হতে পারে। এমন অভাসে বিশ্বনাথে শুরু হয়েছে আলোচনা। কোন দল থেকে কে প্রার্থী হবেন সেই হিসেব কষছেন অনেকেই। দু’দিন ধরে উপজেলা নির্বাচন নিয়ে বিশ্বনাথের রাজনৈতিক মাঠে চলছে আলোচনা। সময় কম থাকার কারণে পূর্ব থেকে মাঠে কাজ করতে প্রস্তুতির ব্যাপার বলেও কথা উঠেছে। মাঠে আলোচনায় এ পর্যন্ত বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন যারা তাদের তালিকায় রয়েছেন।
সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এস.এম.নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. পংকি খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আমির আলী চেয়ারম্যান, বিশিষ্ঠ শিক্ষাবিদ, অধ্যক্ষ নেহারুন নেছা, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এম.আসকির আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, যুগ্ম-সম্পাদক আব্দুল হাই, যুক্তরাজ্য বিএনপি নেতা মিছবাহ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, জামায়াত নেতা নিজামউদ্দিন সিদ্দিকী, উপজেলা জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ মিয়া, এ.কে.এম. দুলাল, সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল। তবে এ তালিকা আরো দীর্ঘ হতে পারে বলে ধারনা করা হচ্ছে।