শুক্রবার ● ৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-ঢাকার দুরত্ব কমেছে ৪৫ কি.মি
গাইবান্ধা-ঢাকার দুরত্ব কমেছে ৪৫ কি.মি
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিগত দিনের চেয়ে যোগাযোগ খাতে বেশ উন্নতি হয়েছে বেড়েছে পাকা রাস্তার পরিমাণ। গত ৫ বছরে উপজেলায় ৮৫ কি.মি রাস্তা পাকা ও নির্মীত হয়েছে ছোট ৭টি, বড় ৩টি ব্রীজ। এর মধ্যে উল্লেখযোগ্য বোনারপাড়া-গোবিন্দগঞ্জ সড়কের ত্রিমোহনী সেতু। উপজেলার রামনগর বাজার কাটাখালী নদীর উপর ৪০২৫ মি. সেতুর কাজ শুরু হয় ২০১৩ সালের ২১ অক্টোবর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জিওবি ফান্ডের এ কাজের বাস্তবায়ন করেছে ঢাকা দোহারের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুরমা এন্টারপ্রাইজ। ২৪ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৬৬০ টাকা ব্যয়ে গত বছরে সেতুটির কাজ শেষ করে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতু দিয়ে যানবাহন চলাচল করছে তবে সেতুর পশ্চিম পার্শ্বে এক কিলোমিটার এপ্রোচ সড়ক না থাকায় ভারি (বাস-ট্রাক) যান বাহন চলাচল করতে পারছে না। সেতু নির্মাণ বিষয়ে কথা হলে বোনারপাড়ার ব্যবসায়ী মিঠু করিম বলেন, গোবিন্দগঞ্জের মহাসড়কের সাথে সংযোগের ক্ষেত্রে প্রায় ৪৫ কি.মি রাস্তা কম। তার মতে ৪৫ কি.মি ঘুরে লোকজনের প্রায় অতিরিক্ত ১ ঘন্টা ব্যয় হয় গোবিন্দগঞ্জে যেতে। উপজেলা থেকে জেলা শহরে যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘ দিন পরে হলেও দু’পাশে দুই ফিট করে বর্ধিত করায় স্বস্তি ফিরে এসেছে মানুষের মাঝে।
উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম জানান, সময় উপযোগী পদক্ষেপ আর সুষ্ঠু তদারকির ফলে কাজটি সম্পন্ন হয়েছে। উপজেলার পদুমশহর, কামালেরপাড়া, কচুয়া ইউনিয়ন সহ নিভৃত পল্লীতে পাকা সড়কের সংখ্যা বাড়ায় কাচা রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে এলাকাবাসি।