শনিবার ● ৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে বসু চাকমা নিহত
বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে বসু চাকমা নিহত
বাঘাইছড়ি প্রতিনিধি :: রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌর এলাকার বাবু পাড়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে সহিংসতায় দুর্বৃত্তের গুলিতে সংস্কারপন্থী পার্বত্য জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের এক কর্মী নিহত হয়েছে।
জানা গেছে নিহতের নাম বসু চাকমা (৪০)। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করেছে।
বাঘইছড়ি থানার অফিসার ইনচার্জ এম এ মঞ্জুর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বাঘাইছড়ির বাবু পাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের বসু চাকমা বাসায় অবস্থান করছিলেন। এ সময় পিসিজেএসএস (মুল) ও ইউপিডিএফ (মুল) গ্রুপের এক দল দুর্বৃত্ত বসু চাকমার মাথায় ও শরীরের গুলি করলে ঘটনাস্থলে বসু চাকমা নিহত হয়।
এ ঘটনায় শনিবার বিকাল পর্যন্ত কেউ কোন মামলা দায়ের করেনি। বাঘাইছড়ি থানা সূত্রে নিশ্চিত করেন।