বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » পৌরসভা নির্বাচন সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
পৌরসভা নির্বাচন সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা প্রতিনিধি:: নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হলেও জনগণ তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক আকাংখা প্রত্যাখাত ও প্রতারিত হয়েছে। পৌর নির্বাচনে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছাকেই বাস্তবায়ন করেছে। গোটা নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থার প্রতি গণহতাশা ও গণঅনাস্থা তৈরী হচ্ছে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত বিবৃতিতে বলেছেন সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদের বিপুলভাবে জয়ী ঘোষণা করা হলেও আরো একবার জনগণ এবং তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক আকাংখা প্রত্যাখাত ও প্রতারিত হয়েছে। গতকালের নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছাকেই বাস্তবায়ণ করেছে; সরকারি দল ও তাদের প্রার্থীদের কাছে নির্বাচন কমিশন আত্মসমর্পণ করেছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে জনগণের ভোটাধিকার রক্ষা ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন আরো একবার চুড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের সর্বাত্মক-নিয়ন্ত্রণ, কর্তৃত্ব ও খবরদারির মধ্যে এই ধরনের নির্বাচন কমিশনের অধীনে যে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় তা আরেকবার প্রমাণীত হলো। এবারও ব্যাপক ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, বিরোধী ভোটার ও নির্বাচনী এজেন্টদেরকে বের করে দেয়া, সন্ত্রাস, টাকার খেলা ও পেশীশক্তি-প্রশাসনিক ম্যানিপুলেশনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতামূলক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচনকে বিদায় করে দেয়া হয়েছে। যে কারণে পৌর নির্বাচনও অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন গতকাল ভোট গ্রহণের প্রথম দিকে ভোটারদের যেটুকু উৎসাহ দেখা যায় বেলা বাড়ার সাথে সাথে সরকারি দলের প্রার্থীদের দৌরাত্মে সে উৎসাহ আর ছিল না এবং দুপুরের পর অধিকাংশ ভোটকেন্দ্র ফাঁকা হয়ে যায়।
তিনি বলেন, এটা বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন কমিশনের প্রতি গণহতাশা ও গণঅনাস্থারও বহিঃপ্রকাশ।
বিবৃতিতে তিনি বলেন দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে জনগণ ও রাজনৈতিক প্রতিপক্ষকে আস্থায় নিয়ে পৌরসভা নির্বাচনকে কাজে লাগানোর যে সুযোগ ছিল সরকার ও নির্বাচন কমিশন তাও নষ্ট করেছে। এই অভিজ্ঞতা কারও জন্যেই ভাল হল না।
তিনি বর্তমান নির্বাচনী ব্যবস্থার আমূল পরিবর্তন করে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।