শনিবার ● ৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা
গাইবান্ধায় ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ও সঠিক সময়ে সার-কীটনাশক প্রয়োগ করায় এবার ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আমনের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা অধিকাংশ জমিতে ভূট্টার চাষবাদ করেছেন।
সরেজমিনে দেখা গেছে, কামারজানি, ঘাগোয়া, গিদারী, ও মোল্লারচর ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বেশির ভাগ বালি ও পলি জমিতে ভূট্টার চাষাবাদ করা হয়েছে। ভূট্টার গাছগুলো বেশ পরিপুষ্ট হয়েছে। যা দেখে কৃষকের মনে আশার আলো দেখা দিয়েছে।
গিদারী ইউনিয়নের শালু মিয়া জানান, এবারে তিনি ৬বিঘা জমিতে ভূট্টা চাষাবাদ করেছি। ফলনও হয়েছে বেশ ভালো। আশা করি আমনের ক্ষতি ভূট্টা চাষে পুষিয়ে নিতে পারবো। মোল্লাচর ইউনিয়নের কৃষক আব্দুস সাত্তার জানান, আমনের ফসল বন্যায় নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। পরে সদর উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে ৫বিঘা জমিতে ভূট্টা চাষ করেন। বর্তমানে তিনি ভূট্টায় লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কামারজানি ইউনিয়নের কৃষক মধু মিয়া জানান, স্বল্প খরচে এবং অল্প পরিশ্রমে ভূট্টার চাষাবাদ করতে পারায় কৃষকরা বর্তমানে ভূট্টা চাষে ঝুকে পড়েছেন। তবে সরকারিভাবে কৃষকদের ভূট্টাচাষে উদ্বুদ্ধ করলে চাষীরা আরো বেশি উপকৃত ও ভূট্টাচাষে আগ্রহী হতো।ৃে
গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম.সাদিকুল ইসলাম জানান, ভূট্টাচাষে কৃষকদের যথাযথ পরামর্শ দেওয়া হয়েছে। তাই এবারে সদর উপজেলায় বেশ কিছু ইউনিয়নে ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে।