শনিবার ● ৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ২ এমপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
বান্দরবানে ২ এমপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
মোহাম্মদ আব্দুর রহিম,বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চার প্রার্থীর মধ্যে ২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নূন্যতম ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। শনিবার (৫ জানুয়ারী) বান্দরবান জেলা নির্বাচন কার্যালয় থেকে এ তথ্য পাওয়াগেছে।
বান্দরবান জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে, নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫ শতাংশ) ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শওকতুল ইসলাম পেয়েছিলেন ১ হাজার ৩ ভোট ও ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. বাবুল হোসেন পেয়েছেন মাত্র ৩ শত ৮৭ ভোট। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নূন্যতম ভোট না পাওয়ার কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে ৩০০ নং আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নৌকা প্রতীকে ১ লক্ষ ৪৩ হাজার ৯ শত ৬৬ ভোট পেয়ে টানা ৬ষ্ট বারের মত এমপি হিসেবে জয়ী হয়েছেন। তার মূল প্রতিদ্বন্ধী ঐক্যফ্রন্ট ও বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে সাচিং প্রু জেরী ৫৮ হাজার ৭ শত ১৯ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এর কাছে আবারো হেরেছেন।