রবিবার ● ৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » ঢাকা » গভীরভাবে শোকাহত ও মর্মাহত : এনডিএ
গভীরভাবে শোকাহত ও মর্মাহত : এনডিএ
প্রেস বিজ্ঞপ্তি :: গত ৩ জানুয়ারি রাত প্রায় ৯:৩০ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে বাংলাদেশের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম মেন্বার ও জনপ্রশাসন মন্ত্রী এবং স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম এর ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।
সেই সাথে গত ৩০ ডিসেম্বর নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননী ও সিএনজি চালকের স্ত্রী পারুল বেগমের উপর আদিম বর্বরতম হামলা নির্যাতন ও তার পরিবারের উপর নির্যাতনের জন্য তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানানো হয়। নরপশু রুহুলগংদের প্রতি, আমরা সকল নির্যাতনকারী ও হামলাকারীদের বাংলাদেশের প্রচলিত আইনে কঠোর বিচার ও শাস্তি দাবী করা হয়। পারুল বেগমের উপর আদিম বর্বরতম হামলা নির্যাতন ও তার পরিবারের উপর নির্যাতনের জন্য এনডিএ গভীরভাবে মর্মাহত। এনডিএ চাই মত প্রকাশের স্বাধীনতার কারণে ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর কোন ব্যক্তির উপর হামলা, মামলা ও নির্যাতন যেন না হয়। স্বাধীনতার ৪৭ বছরের পরও কোন দলের নেতা/কর্মীদের এরকম পৈশাচিক কার্যকলাপ দেশবাসীর জন্য একটি অশনি সংকেত। এই গভীর সংকট থেকে উত্তোরণের জন্য আমাদের এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে এনডিএ তার প্রেস বিজ্ঞপ্তিতে জানান।