সোমবার ● ৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান জেলা বিএনপি’র নেতা যত্নকে গ্রেপ্তার করেছে পুলিশ
বান্দরবান জেলা বিএনপি’র নেতা যত্নকে গ্রেপ্তার করেছে পুলিশ
বান্দরবান প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় বান্দরবান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজি মুহিতুল হোসেন যত্নকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বারকক্ষ থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করেন। এর আগে সকাল ১০টা থেকে বারকক্ষের ভেতরে পুলিশ ও গোয়েন্দা সদস্যদের হাতে অবরুদ্ধ ছিলেন।
পরে বিকেলে তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিলে আজ সোমবার (৭ জানুয়ারী) সকালে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তার জামিন নামনজুর করে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময়ে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগ এনে স্থানীয় আওয়ামী লীগ নেতা মমতাজুল হক বাদী হয়ে ৭১ জনকে আসামি করে লামা থানায় দ্রুত বিচার অইনে মামলা করেন। এ মামলায় আসামি করা হয় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজি মুহিতুল হোসেন যত্ন, সাবেক যুবদল সভাপতি মশিউর রহমানসহ ৭১ জনকে সোমবার সকালে আমরা মামলার আসামি অ্যাডভোকেট কাজি মুহিতুল হোসেন যত্নকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন কিনা সে ব্যাপারে জানিনা।
গ্রেফতারের আগে অবরুদ্ধ থাকা অবস্তায় মুঠোফোনে কাজি মুহিতুল হোসেন যত্ন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নির্বাচনের সময়ে আমি বান্দরবান জেলা সদরেই ছিলাম ঘটনার ব্যাপারে আমি কিছু জানিনা। তিনি দাবি করে বলেন, তাকে হয়রানি করতে ফাঁসিয়াখালীর ঘটনায় আসামি করা হয়েছে। এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার অপর ৩টি মামলায় ১১৩ জন নেতা-কর্মী-সমর্থক আদালত থেকে জামিন পেয়েছেন। ওই তিন মামলার মধ্যে উপজেলার চাকঢালা ও বাইশারীতে এলাকায় আওয়ামী লীগের অফিস পুড়ানো ও ঘুনধুমে হামলার ঘটনা ছিল।