মঙ্গলবার ● ৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে দু’দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন
বাগেরহাটে দু’দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোড়েলগঞ্জে দু’দিনব্যাপী শিশু মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। মেলা উপলক্ষে আলোচনা সভা, শিশুদের রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দীন।
জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত শিশু মেলায় পৌরসভার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা ওয়র্ল্ড ভিশন স্টল সাজিয়েছে। শিশুদের তৈরী হস্তশিল্প সামগ্রী দিয়ে স্টল সাজানো হয়েছে এবারের মেলায়।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. মেজবাহ্ আহমেদ, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমনি নাহার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান ও সহকারি শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠা মন্ডল, প্রধান শিক্ষক মমতাজ বেগম, হোসনেয়ারা হাসি ও হারুন অর রশিদ প্রমুখ মেলা পরিদর্শন করেন।