বুধবার ● ৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে : ২৪ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার
সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে : ২৪ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার
মাটিরাঙ্গা প্রতিনিধি :: বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষাসহ পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে মন্তব্য করে ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেছেন, নির্বাচনে যারা পরাজিত হয়েছে, তারা যে কোন সময় পাহাড়ের চলমান শান্তি প্রক্রিয়া বিনষ্টের চেষ্টা চালাতে পারে। সে জন্যে সকল ষড়যন্ত্র নশ্বাৎ করে পাহাড়ের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিসহ সকল প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
আজ ৯ জানুয়ারি বুধবার দুপুরে মাটিরাঙ্গা জোন আয়োজিত জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মতবিনিময় সভা শেষে তিনি শতাধিক গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি-সহ এক নারী প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন। পরে তিনি জোন সদরে একটি ফলের চারা রোপন করেন ।
এ সময় ২৪ আর্টিলারি বিগ্রেড ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম, ৩০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট মাটিরাঙ্গা জোন কমান্ডার ল্যাপ্টেন্যান্ট কর্ণেল মো. নওরোজ নিকোশিয়ার, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, উপজেলা চেয়াম্যান মো. তাজুল ইসলাম ও মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামছুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।