শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » মুক্তিযোদ্ধা মাখন লাল বড়ুয়া’র অর্জন সবুজ লাল রঙের পতাকা
মুক্তিযোদ্ধা মাখন লাল বড়ুয়া’র অর্জন সবুজ লাল রঙের পতাকা
বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে গেছে আরেক বীর সৈনিক যিনি এদেশের মানুষকে হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করতে এদেশ পরাধীনতার হাত থেকে বাচাঁতে সংসারের মায়া ছেড়ে এদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন তিনি মুক্তিযোদ্ধা মাখন লাল বড়ুয়া আজ আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন না ফেরার দেশে। শুধু রেখে গেছেন অর্জিত যোদ্ধার সবুজ লাল রঙের পতাকা। দিয়ে গেলেন বাংলাদেশ নামে একটি মানচিত্র। একটি ভুখন্ড।
গত ২৩ সেপ্টম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিরসরাই ধানাধীন দমদমা বড়ুয়া পাড়ায় তাঁর নিজ গৃহে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (অনিচ্চা বতা সংকরা)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে আর দুই মেয়ে রেখে যানসহ অনেক গুনগ্রাহী রেখে যান।
তাঁর শেষ কৃত্বানুষ্ঠানে পুজনীয় ভিক্ষু সংঘের বিনয়ী সূত্র পাঠ শেষে তাঁর স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়। পরে মীরসরাই থানার মুক্তি যোদ্ধা কমান্ডারসহ নিবার্হী কর্মকর্তার উপস্থিতিতে এ বীর যোদ্ধাকে গার্ড অব অনার দিয়ে শেষ বিদায় জানান থানার পুলিশ কর্মকর্তাবন্দগণ।
এসময় এক সংক্ষিপ্ত স্মৃতি চারণ সভায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
আপলোড : ২৫ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল৪.৪০ মিঃ