বৃহস্পতিবার ● ১০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
আলীকদমে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, আলীকদম উপজেলা শাখার উদ্যোগে আলীকদম বাজার সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুভরঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ধুংড়ি মার্মা, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমরঞ্জন বড়ুয়া ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমূখ।
সভায় বক্তরা বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্থানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে বঙ্গবন্ধু তিনি স্বাধীন স্বদেশের বুকে ফিরে আসেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্থানি হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালি জাতির ওপর আক্রমণ শুরুর পরই ধানমন্ডির বাড়ি থেকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। মুক্তিযুদ্ধের পুরো সময় তিনি পাকিস্থানের মিয়ানওয়ালি কারাগারে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধে শোচনীয় পরাজয়ের পর পাকিস্থানি শাসকগোষ্ঠী বাধ্য হয়ে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়।
এছাড়াও বান্দরবান ৩০০ নং আসন থেকে পর পর ৬বার নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্বভার অর্পন করায় বক্তারা প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে বান্দরবান জেলার অভূতপূর্ব উন্নয়ন সাধন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।