শুক্রবার ● ১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বোরো রোপনের ধুম পড়েছে
বিশ্বনাথে বোরো রোপনের ধুম পড়েছে
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় বোরো রোপনের ধুম পড়েছে৷ অনাবৃষ্টি আর খরায় রোপা আমনের ফলন ভাল হয়নি এবছর৷ কৃষকেরা রোপা আমনের ক্ষতি পুষিয়ে নিতে বোরো রোপনের কাজ শুরু করেছেন৷ ইতিমধ্যে কৃষকেরা তীব্র শীত ও কুয়াশাকে উপক্ষো করে জমি প্রস্তুত করে পুরোধমে বোরো রোপন করছেন৷
কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলায় প্রায় সাত হাজার হেক্ট্রর বোরো রোপনের লক্ষ মাত্রা রয়েছে৷ ইতিমধ্যে বোরো রোপন হয়েছে প্রায় সাত শত হেক্ট্রর৷ অন্যান্য জমিতে জানুয়ারী মাসের মধ্যেই বোরো রোপনের কাজ শেষ হবে৷
উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের কৃষক শাহজাহান আহমদ শিশু জানান, তিনি প্রতি বছর নলকুপের পানি দিয়ে বোরো ফসল করে থাকেন৷ এবছর রোপা আমনের ফসল তেমন একটা ভাল হয়নি৷ ফলে বোরো ফসলের জমি প্রস্তুত আগে বাগেই তৈরী করতে যাচ্ছেন৷ আগামী এক সপ্তাহের মধ্যে বোরো রোপনের কাজ শেষ করবেন৷
গোয়াহরি দক্ষিণ বিলের পারের বাসিন্দা ইকবাল হোসাইন বলেন, আমাদের বিলে বোরো রোপনের কাজ শুরম্ন হয়েছে৷ কমপক্ষে রোপনের কাজ শেষ হতে প্রায় মাস খানেক সময় লাগবে৷
দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্বাস আলী জানান, চাউল ধনী হাওরে রোরো রোপন চলছে৷ হাওরে পানি কম থাকায় অন্যান্য বছরের তুলনায় এবছর রোরো ফসল কম হবে বলে মনে করছেন তিনি৷
উপজেলা কৃষি অফিসার আলী নূর রহমান বলেন, এবছর উপজেলায় সাত হাজার হেক্ট্রর জমিতে বোরো রোপন করা হবে৷ ইতিমধ্যে কৃষকেরা রোপনের কাজ শুরম্ন করেছেন৷ জানুয়ারী মাসের মধ্যে রোপনের কাজ শেষ হবে বলে তিনি জানিয়েছেন৷