রবিবার ● ১৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে মাদক ব্যবসায়ী সুহেলকে হণ্যে হয়ে খুঁজছে পুলিশ
বিশ্বনাথে মাদক ব্যবসায়ী সুহেলকে হণ্যে হয়ে খুঁজছে পুলিশ
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে আজ রবিবার বিকেলে রামপাশা ইউনিয়নের পূর্বপাড়া নওধার গ্রামে পুলিশ অভিযান করেছে।এসময় পুলিশের পিকআপ ও বেশ কয়েকটি মোটরসাইকেল সহকারে বিপুল সংখ্যক পুলিশ গ্রামে অভিযান পরিচালনা করে। পুলিশ জানায় মাদক ব্যবসায়ী সুহেল মিয়া ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতারে ওই অভিযান করা হয় এবং অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বৈরাগীবাজারে কুখ্যাত সুহেল বাহিনী থানা পুলিশের ওপর হামলা করে। সুহেল বাহিনীর হামলার গুরুত্বর আহত হন থানার এসআই সবুজ কুমার নাইডু, কনষ্টেবল সুমন মালাকার।
জানাগেছে, বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত রামপাশা ইউনিয়নের পূর্বপাড়া নওধার গ্রামের করিম বক্সের পুত্র সুহেল আহমদ। তার ওপর থানায় মামলা রয়েছে। থানা পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে সুহেল তার বাহিনী দিয়ে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়।
পরে সিলেটের অতিরিক্ত পুলিশ (দক্ষিণ সার্কেলের) এসএসপি সাইফুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ বৈরাগীবাজার এবং নওধার গ্রামে অভিযান চালানো হয়।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো.শামসুদ্দোহা পিপিএম বলেন, কুখ্যাত অপরাধী সুহেল। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা রয়েছে। বৃহস্পতিবার গ্রেফতার করতে গিয়ে সুহেল তার বাহিনী দিয়ে পুলিশের ওপর হামলা করে সে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় পুলিশ এসল্ট মামলা হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ