মঙ্গলবার ● ১৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের উত্তরায়ন সংক্রান্তি উদযাপন
বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের উত্তরায়ন সংক্রান্তি উদযাপন
বান্দরবান প্রতিনিধি :: পাহাড়ি জেলা বান্দরবানে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছেন উত্তরায়ন-সংক্রান্তি। বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি ছিল অতন্ত গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের এই দিনটিকে পৌষ-সংক্রান্তিকে উত্তরায়ন সংক্রান্তি বলে থাকেন। ইংরেজী বছরের শুরুতে বাংলার পৌষ মাসের শেষ দিনকে সনাতন ধর্মাবলম্বীরা পুণ্যতিথি বিবেচনা করে প্রতিবছরই উত্তরায়ন-সংক্রান্তি উদযাপন করে থাকেন।
আজ মঙ্গলবার ১৫ জানুয়ারি সকালে উত্তরায়ন-সংক্রান্তি উপলক্ষে বান্দরবান গীতা আশ্রমের আয়োজনে বান্দরবান পৌর এলাকার ৬নং ওয়াডের নোয়াপাড়া মন্দিরে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকে উত্তরায়ন-সংক্রান্তি উপলক্ষে দিনব্যাপী চলছে উষাকীর্ত্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, পার্থ সারথি পূজা, মঙ্গল আরতি, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও মহাপ্রসাদ বিতরণসহ সহ বিভিন্ন পূজা ও অনুষ্টান। দেব প্রভাতের সূচনালগ্নে জগতের মঙ্গল কামনায় প্রতিবছর এ উত্তরায়ন অনুষ্ঠিত হয়ে থাকে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে সম্প্রীতির জেলা পর্বত্য বান্দরবানের সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষেরা পরিচ্ছন্ন ভাবে অংশ গ্রহন করেন এবং জগতের সুখ শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।