বুধবার ● ১৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোটহরিণায় ভারতীয় মদসহ ইয়াবা উদ্ধার
ছোটহরিণায় ভারতীয় মদসহ ইয়াবা উদ্ধার
বরকল প্রতিনিধি :: আজ ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাঙামাটি জেলায় বরকল উপজেলা ছোটহরিণা জোন ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুবেদার মো. আবু সাইদ এর নেতৃত্বে একটি টহলদল ছোটহরিণা বাজারের পূর্ব পার্শ্বে ব্রীজের নিচে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় অবৈধভাবে রাখা মাদকদ্রব্য ভারতীয় ম্যাজিক মোমেন্টস ৩৭ বোতল মদ ও ভারতীয় ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত মালামালের মূল্য ৮৫ হাজার ১০০ টাকা বলে ১২ বিজিবি সূত্রে জানায়।
এ চোরাচালান বিরোধী অভিযানে কাউকে আটক করা যায়নি।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন জোয়ানদের দ্ধারা আটককৃত মদ ও ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাঙামাটি কার্যালয়ে আগামী কাল বৃহস্পতিবার জমা করা হবে বলে ছোটহরিণার জোন কমান্ডার নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টম্বর-২০১৮ বিকাল সাড়ে পাঁচটার দিকে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ছোটহরিণা জোন এর নায়েব সুবেদার মো. সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ছোটহরিণা বাজারে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি’র টহলদল ছোটহরিণা বাজারে বাবু মল্লিক এর দোকানের উত্তর পার্শ্বে গলির মধ্যে সন্দেহজনক দুইজন ব্যক্তির ব্যাগ তল্লাশী করে অবৈধভাবে রাখা মাদকদ্রব্য ইয়াবা (মায়ানমার-R-7) ট্যাবলেট-৫ হাজার পিস আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য- ১৫ লক্ষ টাকা।
এছাড়া গত ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. সাইফুল ইসলাম সহ ১০ জন চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় তাদের দায়িত্বপূর্ণ এলাকার ছোটহরিণা বাজারে এক হাজার ছয়শত পিস ইয়াবা আটক করে। ১২ বিজিবি’র টহল দল ছোটহরিণা বাজার সংলগ্ন ব্রীজের উত্তর পার্শ্বের চিকন গলির মধ্যে পরিত্যক্ত অবস্থায় প্লাষ্টিক ব্যাগের মধ্যে অবৈধভাবে রাখা ইয়াবা (মায়ানমার- জ-৭) ট্যাবলেট এক হাজার ছয়শত পিস আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য- আট লক্ষ টাকা।
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দায়িত্ব গ্রহনের পর থেকে ছোটহরিণা এলাকায় প্রায় ৩০ লক্ষ টাকার অধিক ইয়াবা ট্যাবলেট এবং ভারতীয় মদ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ছোটহরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল মো. আতিক চৌধুরি, বিএসপি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশব্যাপী যে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে, আমার ধারনা মাদক ও চোরাচালান ব্যবসায়ীরদের একটি সিন্ডিকেট আমার ছোটহরিণা জোন এর নৌপথ এবং বর্ডার এলাকাকে মাদক ও চোরাচালান কারবারীদের রুট হিসাবে ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব মাদক ও চোরাচালান কারবারীদের অশুভ চক্রান্ত কখনো সফল হতে পারবেনা। ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন তার দায়িত্ব পূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা অব্যহত থাকবে বলে ১২ বিজিবি’র কমান্ডার লেঃ কর্নেল মো. আতিক চৌধুরি জানান।