শুক্রবার ● ১৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » নিরাপদ উপকরন ছাড়াই পরিচ্ছন্নতার কাজে হরিজন শিশুরা : বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি
নিরাপদ উপকরন ছাড়াই পরিচ্ছন্নতার কাজে হরিজন শিশুরা : বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি
গাইবান্ধা প্রতিনিধি :: কর্মক্ষেত্রে পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায়ের এ জনগোষ্ঠি জীবন-জীবিকা নির্বাহের তাগিদে বেছে নিয়েছে পরিচ্ছন্নতার কাজ। ছেলে ও মেয়েরা করছেন ল্যাট্রিন পরিষ্কার, হাসপাতাল ও ক্লিনিক, রাস্তা-ঘাট। বেঁচে থাকার লড়াইয়ে কাজ করছে এ সম্প্রদায়ের শিশুরাও। কোনো প্রকার নিরাপদ উপকরন ছাড়াই এ কাজ করছে জেলার হরিজন সম্প্রদায়ের বেশকিছু শিশু। ফলে তারা যেম নানারকম রোগে আক্রান্ত হচ্ছে, তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও।
গাইবান্ধা সদর উপজেলার পোস্ট অফিস সংলগ্ন হরিজন সম্প্রদায়ের বাধন (১৪) জানায়, সকালবেলা বাসায় খেয়ে বের হই ল্যট্রিন পরিষ্কারের কাজে। অনেক সময় পেট ব্যাথা, পাতলা পায়খানাসহ নানা রকম অসুখে পড়তে হয়। হরিজন সম্প্রদায়ের বাঁধনের অবিভাবক বলেন, ‘পেটের দায়ে ছেলেমেয়েদের সাথে নিয়ে কাজ করতে হয়। পেটের অসুখ তো লেগেই আছে। তাছাড়াও নানা রকম স্বাস্থ্যহীনতায় ভূগতে হয়। তবুও অভাবের জন্য বাচ্চাদের কাজ করাতে হয়।
দলিত ও বঞ্চিত জনগোষ্টি অধিকার আন্দোলন গাইবান্ধার সাধারণ সম্পাদক রাজেশ বাঁশফোঁর বলেন, ‘আমাদের হরিজন পল্লীকে কেন্দ্র করে শিক্ষা এবং স্বাস্থ সচেতনতা ব্যাপক প্রয়োজন। যদি সরকারি এবং বেসরকারিভাবে আমাদের হরিজন পল্লীতে নিয়মিত কোনো কার্যক্রম চালানো যেতো তাহলে আমাদের শিশুরা স্বাস্থ্য, শিক্ষা এবং মেধা বিকাশে অনেকদুর এগিয়ে যেতে পারত।
গাইবান্ধা সদর হাসপাতালের জুনিয়র কন্সালটেন্ট ডা. আবুল কালাম আজাদ বলেন, এই শিশুরা বিভিন্ন রকম স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। যেমন, টিবি, চুলকানি, পাঁচড়া, নিউমোনিয়া ও ডায়রিয়া। এসব থেকে মুক্তি পেতে কাজের সময় গ্লবস, মাস্ক, এপ্রন ও জুতা ব্যবহার করতে হবে।