শুক্রবার ● ১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » এদেশের শিশুরা বছরের প্রথম দিনে নতুন বই পাবে - মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
এদেশের শিশুরা বছরের প্রথম দিনে নতুন বই পাবে - মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে এদেশের শিশুরা বছরের প্রথম দিনে নতুন বই পাবে৷ তাছাড়া আমি দায়িত্বে থাকা অবস্থায় দেশের একটি শিশুও শিক্ষা থেকে বঞ্চিত হবে না৷ শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনায় নিজেদের আত্মনিয়োগ করবে৷ শিশুরা আর পথে পথে ঘুরবে না৷
১ জানুয়ারি শুক্রবার বেলা সাড়ে ১১টায় গাজীপুরের কালীগঞ্জের মূলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাঠ্যপুস্তক প্রদান উত্সব-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷
অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিশুদের হাতে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দিলাম৷ তবে তারা যেন নতুন বইয়ের গন্ধে বিমোহীত না হয়, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে৷ কারণ আগামীর বাংলাদেশকে পরিচালনার জন্য তারা নিজেদের তৈরি করবে৷
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিক উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, মো. কামাল উদ্দিন দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান মো. শর্মিলী দাস মিলি, শিক্ষক সমিতি কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ৷
আপলোড : ১ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.০০ মিঃ