সোমবার ● ২১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষা সফরের বাসের ধাক্কায় ছাত্রী রেশমা নিহত
শিক্ষা সফরের বাসের ধাক্কায় ছাত্রী রেশমা নিহত
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম জেলার রাউজানে শিক্ষা সফরের বাসের চাপায় রেশমা আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেশমা রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে। রেশমা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে হাটহাজারী কলেজে ছাত্রী।
পড়াশুনার পাশাপাশি তিনি একটি প্রতিষ্ঠানে বিউটি পার্লারে কাজ শিখেন। সকালে কর্মস্থলে যাওয়ার পথে শিক্ষা সফরে যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি শুরুতর অাহত হয়। পরে তাকে উদ্ধার করে গহিরা জে,কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির সোহাগ বলেন, সকালে উপজেলার সামনে শিক্ষা সফরের একটি বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। বাস ড্রাইভার চালক জসিমকে আটক করা হয়েছে। হেলপার পালিয়ে যাবার কারণে আটক করা যায়নি। মেয়েটির পরিবারকে রাউজান উপজেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। একই সাথে ইয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ১০ হাজার টাকা অনুদান দেন।
এ ব্যাপারে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।