সোমবার ● ২১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে ফের ৩ ভূয়া সাংবাদিক আটক
চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে ফের ৩ ভূয়া সাংবাদিক আটক
বান্দরবান প্রতিনিধি :: চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে ফের তিন সাংবাদিককে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত ৩ ভূয়া সাংবাদিকরা হলেন : নজরুল ইসলাম (মজিব) (৪৮), মো. ফিরোজ (৪৫) ও ক্যামেরাম্যান মো. জাবেদ। এদের মধ্যে নজরুল ইসলাম (মজিব) বান্দরবানের লামা উপজেলার ফাইতং ও বাকি দুজন কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা বলে জানাগেছে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, বেশ কয়েক বছর ধরে নজরুল ইসলাম (মজিব) একুশে সংবাদ, চাটগাঁর সংবাদ, অপরাধ চিত্র ও দৈনিক খবরসহ বেশ কয়েকটি পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে বান্দরবানসহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছিলেন। গতকাল রবিবার (২০ জানুয়ারি) বিকেলে বান্দরবানের কুহালং ও সুয়ালকের বিভিন্ন ব্রিক ফিল্ডের ছবি তুলে নজরুল ইসলাম চাঁদা দাবি করলে সেখানকার ম্যানেজারের সন্দেহ হলে স্থানীয় সাংবাদিক ও পুলিশকে খবর দেয়। তাদের আইডি কার্ড যাচাই-বাছাই করলে প্রতিনিধির সত্যতা না পাওয়ায় তাদের পুলিশ থানায় নিয়ে আসে। এ সময় তাদের কাছ থেকে দুটি ক্যামেরা, কয়েকটি মোবাইল, বিভিন্ন পত্রিকার আইডি কার্ড, চাঁদা আদায়ের টাকা জব্দ করা হয়।
বান্দরবান সদর থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) বিপুল রায় সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তিনজনেই নিজেদের সাংবাদিক পরিচয়ে সদরের কয়েকটি ব্রিক ফিল্ডে গিয়ে ছবি তুলে চাঁদা দাবি করেছে ও কিছু কিছু ফিল্ড থেকে চাঁদা নিয়েছে। আজ সোমবার (২১ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে গত ৭ জানুয়ারি চাইথোয়াই চিং মারমা (৩২) ও চিংথোয়াইনু মারমা নামে দুজন ভুয়া সাংবাদিককে চাঁদাবাজির সময় সদরের বালাঘাটা থেকে স্থানীয়রা আটকের পর পুলিশের হাতে তুলে দেন। তারা বর্তমানে চাঁদাবাজির মামলায় বান্দরবান জেলা কারাগারে রয়েছেন।