মঙ্গলবার ● ২২ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নানিয়ারচরে যৌথ অভিযানে ইউপিডিএফ এর ২ কর্মী আটক
নানিয়ারচরে যৌথ অভিযানে ইউপিডিএফ এর ২ কর্মী আটক
প্রেস বিজ্ঞপ্তি :: রাঙামাটি জেলার নানিয়ারচরে যৌথ অভিযানে নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ ২ জন চাঁদা আদায়কারী আটক আইন শৃংঙ্খলা বাহিনী। গতকাল ২১ জানুয়ারি দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় ঘিলাছড়ি এলাকায় সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে।
এ অভিযানে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূলদল) এর বেতছড়ি ও আঠার মাইল এলাকার চাঁদা আদায়কারী বোধিসত্য চাকমা ওরফে পিপুল (৩৮), পিতা অশ্বথামা চাকমা, গ্রাম মধ্য খারিকাটা, থানা লংগদু, জেলা রাঙামাটি ও সুশান্ত চাকমা ওরফে অটল (২৬), পিতা সুমতি রঞ্জন চাকমা, গ্রাম লংগদু বড়াদম, থানা লংগদু, জেলা রাঙামাটিকে নগদ ২১ হাজার ৭ শত টাকা, চাঁদা আদায়ের রশিদ এবং ৪টি মোবাইল ফোনসহ আটক করে।
অভিযানে আটককৃত চাদাবাজদ্বয়কে উদ্ধারকৃত সরঞ্জামাদি ও টাকাসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে। এই অভিযান পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র দলের চাঁদাবাজদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।