মঙ্গলবার ● ২২ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কারিগরি শিক্ষার বিকল্প নেই : বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম
কারিগরি শিক্ষার বিকল্প নেই : বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে পাহাড়ের বসবাসরত পাহাড়ি যুবক যুবতীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলে দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বান্দরবানের মেঘলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে ইন-হাউস ট্রেনিং প্রোগ্রাম ও মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম একথা বলেন।
বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাহাতাব উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। স্বাগত বক্তব্যে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বান্দরবান টিটিসির ভাবমূর্তি তোলে ধরে বলেন, পিছিয়ে পড়া পাহাড়ি জেলা বান্দরবানের বেকার যুবক যুবতিদের টিটিসির ১৮ টি কোর্সের প্রশিক্ষণ প্রধানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির করার লক্ষ্যে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন প্রশিক্ষকগণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে জেলার সকল প্রতিষ্ঠান ও সকল নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বান্দরবানের টিটিসি পাহাড়ি বেকার ছেলে মেয়েদের জাপানি ভাষা, হংকং এর ক্যান্টিনিজ ভাষাসহ বিভিন্ন বিষয়ে দক্ষভাবে প্রশিক্ষণ দিয়ে দেশ বিদেশে বাংলাদেরে ভাবমূর্তি উজ্জল করছে এবং দেশের অর্থনৈতিতে অবদান রাখছে। শীগ্রই বান্দরবানে পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট স্থাপনের জন্য ভূমি অধিগ্রহন করা হবে। জেলা শহরে অদূরে সুন্দর পরিবেশে যেন ছেলে মেয়েরা পড়ালেখা করতে পারেন সে ভাবেই ভূমি বের করে অধিগ্রহনের কাজ শুরু করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কারিগরি প্রশিক্ষণের সিআই মিল্টন চাকমা, রফিকুল ইসলাম, সিনিয়র প্রশিক্ষক মহিউদ্দিন, দিলয়ারা ইয়াসমিন, আটো মোটিভ প্রশিক্ষক জয়নাল আবেদিন, খলিলুর রহমান, থোয়াই অং হ্রী মারমা, মামুদ হোসেন, সুরঞ্জন রুদ্র, কালোময় চাকমা, শুক্রসেন চাকমা, ক্যান্টিনিজ ভাষার সিনিয়র প্রশিক্ষক শারমিন আক্তার সাথী ও প্রশিক্ষক রোকেয়া রহমান প্রমূখ।