বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » পাবনা » বিষ্টপদ সূত্রধরের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড
বিষ্টপদ সূত্রধরের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ৮৩ বছর বয়সী বিষ্টপদ সূত্রধরের ভাগ্যে জোটেনি ভাতার কার্ড। একসময় কাঠমিস্ত্রির কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করা এ মানুষটি এখন বয়সের ভারে ন্যুজ। কাজ করে সংসার চালানোর মতো শক্তিও নেই শরীরে। দীর্ঘদিন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে কাকুতি-মিনতি করেও মেলেনি সহযোগিতা। আর কত বয়স হলে তিনি বয়স্ক ভাতা পাবেন।
বিষ্টপদ সূত্রধর বলেন, পরপর দু’বার স্ট্রোক আক্রান্ত হওয়ার পর চোখে ভালো দেখতে পান না। কাজ করতেও পারেন না। স্ত্রী মহামায়া মারা যাওয়ার পর নিঃসঙ্গতা জেঁকে বসে। প্রতি মাসে দুই ছেলে সঞ্চয় ও শিবজয়ের পৃথক সংসারে হাত বদল হতে হয়। গড়ে প্রতিদিন ১২০ টাকার ঔষধ খেতে হয়। দুই ছেলে কাঠমিস্ত্রির কাজ করে যা উপার্জন করে তা দিয়ে তাদের সংসারই চলে না। তবুও তারা কিছু টাকা দেয়। তবে ঔষধ কিনতে গিয়ে টাকা কম পড়ে যায়। তাই বাধ্য হয়ে অনেক সময় মানুষের কাছে হাত পাততে হয়। শেষ বয়সে একটি বয়ষ্ক ভাতার কার্ডের জন্য আকুল আবেদন করছি।
এ ব্যাপারে জানতে চাইলে চাটমোহর বিলচলন ইউপি চেয়ারম্যান মোহম্মদ আলী বলেন, এসব মানুষেরই আগে কার্ড পাওয়া উচিত। বিষয়টি আমার জানা ছিল না। এরপর বরাদ্দ এলে তাকে অবশ্যই কার্ড করে দেয়ার ব্যবস্থা করা হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, এই বয়সেও তিনি ভাতার কার্ড পাননি এটা দুঃখজনক। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তালিকা দেয়া হয়। চলতি বছরের তালিকায় নাম আছে কিনা বিষয়টি দেখা হবে। যাচাই বাছাই করে বিষ্টপদ সূত্রধর-কে ভাতার কার্ডের ব্যবস্থা করে দেয়া হবে।