বৃহস্পতিবার ● ২৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে অস্ত্র গোলাবারুদ উদ্ধার : আটক-৪
আলীকদমে অস্ত্র গোলাবারুদ উদ্ধার : আটক-৪
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে প্রচুর পরিমান অস্ত্র, গোলা বারুদ ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ চার জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত তিনটায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার সময় স্থানীয়দের সহায়তায় আলীকদম উপজেলা বাঘের ঝিরি এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার চাকনাই পাড়া এলাকার চাকনাই ম্রো কারবারীর দুই ছেলে চেনতুই মুরুং (২২), চংঅং মুরুং (২৮), মৃত রুমথুই মুরুং এর ছেলে চেখইং মুরুং (৫৬) ও ৪নং কুরুক পাতা ইউনিয়নের রুমরাং পাড়া এলাকার মাংধন মুরুং এর ছেলে দেওয়াই মুরু ((১৮)। এসময় চারটি দেশীয় তৈরী বন্দুক, দুটি বন্দুকের বাঁট, শীশার তৈরী গুলি ও বন্দুক তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়।
এবিষয়ে আলীকদম থানায় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ প্রেস বলেন, বুধবার রাত আনুমানিক তিনটার সময় এসব উপজাতী সন্ত্রাসীরা ১নং আলীকদম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাঘের ঝিরি এলাকার মো. আমিনুল এর বাড়িতে সশস্ত্র হামলা চালায় এবং আমিনুল ও তার পরিবারের লোকজনকে মারধর করে এবং এক রাউন গুলি ছোড়ে। ততক্ষনে আমি ও আমার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছাই এবং চারজনকে আটক করি। আটকৃত চার জন ও অজ্ঞাতনামা আরো কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে আহত আমিনুল হক বলেন সন্ত্রাসীরা আমার কাছে টাকা পয়সা দাবি করলে তাদের সাথে আমার বাক বিতন্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা আমাকে মারধর করে এবং আমাকে লক্ষ করে এক রাউন গুলি ছোড়ে। এসময় আমার ছেলে নুরুল হক আমাকে ধাক্কা দিলে সন্ত্রাসীদের গুলি লক্ষভ্রষ্ট হয়। কিন্তু সন্ত্রাসীরা আামাকে বন্দুকে বাট দিয়ে আঘাত করলে আমি গুরুতর আহত হই।