বৃহস্পতিবার ● ২৪ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
রাঙ্গুনিয়াতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামে উল উলুম দাখিল (এসএসসি) মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ বৃহষ্পতিবার ২৪ জানুয়ারি দুপুরে বেতাগী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পীরে তরিক্বত গোলামুর রহমান আশরাফ শাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ।
বক্তব্য দেন পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব হামেদী, বেতাগী রহমানিয়া জামেউল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইলিয়াছ নূরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, শাহজাদা জিয়াউর রহমান আহমদ উল্লাহ, শিক্ষক মাওলানা মো. ইদ্রিস, মাওলানা দিদারুল আলম চৌধুরী, মাওলানা আবু জাফর, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ ওসমান ও মুহাম্মদ শরীফ। শিক্ষার্থীদের মধ্যে জান্নাতুল রহীমা, হাফেজ মোরশেদ আলম, আজাদ হোসাইন ও সৈয়দা সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষা মানুষের জন্মগত অধিকার। শিক্ষা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যায়। মাদ্রাসায় দ্বীনি শিক্ষার পাশাপাশি বহুমুখী শিক্ষা চালু রয়েছে। শিক্ষিত জাতি ও উন্নত রাষ্ট্র গঠন করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।