শুক্রবার ● ১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে -গাজীপুরে তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধুর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে -গাজীপুরে তথ্যমন্ত্রী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রী যাবেন কিন্তু বাংলার মাটি যতদিন থাকবে ততদিন রাষ্ট্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন রাজনৈতিক নেতা ছিলেন যিনি ইতিহাসের একটি মঞ্চে দাঁড়িয়ে হাজার বছরের পুরানো জাতিকে একটা রাস্তা দেখিয়ে ছিলেন, সে রাস্তার নাম স্বাধীনতা৷
তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে তথ্য প্রযুক্তির যে বিপ্লব চলছে বাংলদেশের একটি গুরুত্বপূর্ণ মূহুর্তে সেই বিপ্লবের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অবস্মরণীয় হয়ে থাকবে৷ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ মূহুর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্লোগানে বাংলাদেশের চেহারাটা পাল্টে দিয়েছে৷
তিনি ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
তিনি আরো বলেন, সারাদেশে ২২ হাজার স্কুলকে ডিজিটাল ল্যাব তৈরী করে দিয়েছে সরকার৷ যাতে গ্রামের শিশুরা এর ব্যবহার করেতে পারে৷ বিনা পয়সায় ব্যবহারের জন্য ল্যাবরেটরি গুলো তৈরী করছি আমরা৷ তথ্যমন্ত্রী বর্তমান সরকারকে কৃষি ও শিল্প বান্ধব উল্লেখ করে বলেন, বিগত ৬ টি বাজেটে সরকার ক্রয়নীতি, শুল্কনীতি, সুদ হার, ব্যাংকিংখাত, আমদানী ও রফতানী নীতিতে যথেষ্ট পরিবর্তন করেছে৷ ফলে কৃষি উত্পাদন দ্বিগুন হয়েছে৷
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড কারখানার চেয়ারম্যান এম এ রাজ্জাক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল, এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মতলুব আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ পিপিএম, মিশরের রাষ্ট্রদূত মাহমুদ হাজ্জাত, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন অর রশীদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এসএম রকিবুল হাসান, রোটারী ক্লাব অব বাংলাদেশের ডিস্ট্রিক গভর্নর গোলাম মোস্তফা, বাংলা গান টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ৷
আপলোড : ১ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০. ৫৫ মিঃ