![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শুক্রবার ● ২৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মধ্যরাতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই
রাউজানে মধ্যরাতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় শুক্রবার মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বসতঘর ১টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ ৪ লক্ষ টাকার অধিক হবে হবে বলে জানাগেছে।
উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ঊনসত্তর পাড়ার বলের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার ঊনসত্তর পাড়া গ্রামীণ ব্যাংকের পৃর্ব পাশে একটি বসতঘরে রান্নাঘর থেকে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ২টি ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাউজান-রাঙ্গুনিয়া দুটি ফায়ার সার্ভিস দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে অাগুন নিয়ন্ত্রণে অানেন। ততক্ষণে ২টি কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার হলেন, কাল্বতন বল পিতা গোরঙ্গ বল, গোপাল বল পিতা মৃত সতিজ চন্দ্র বল। এরা চট্টগ্রাম শহরে থাকেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে ছূটির দিনে গ্রামের বাড়ীতে অাসেন বলে জানাগেছে।
আগুন লাগার খবর পেয়ে মুহুর্তের মধ্যেই পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর কাজে লেগে পড়েন।
অগ্নিকান্ডে ২টি বসতঘর ও ১টি রান্নাঘর পুড়ে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতির সত্যতা নিশ্চিত করে পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন।