শনিবার ● ২৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমায় অপহরণের শিকার ৪ কাঠুরিয়াকে উদ্ধারের চেষ্টা চলছে
রুমায় অপহরণের শিকার ৪ কাঠুরিয়াকে উদ্ধারের চেষ্টা চলছে
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলায় চার কাঠুরিয়াকে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার দুপুরে রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের পান্তলা এলাকার নাইতংপাড়ার কাছে একটি পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়। অপহরণের পর মক্তিপন হিসেবে ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করে পাহাড়ি সন্ত্রসীরা।
সংশ্লিষ্ট সূত্র জানান, বান্দরবান পৌরসভার বালাঘাটার শ্রমিক মো. নুরুল আলম (৪৫), কক্সবাজার জেলার চকরিয়ার টইটংয়ের মো. জমির হোসেন (৪০), চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আহম্মদ কবির (৪৩) ও মো. আরসার আলী (৩৩)। তারা রুমা উপজেলার গ্যালেংঙ্গা ইউনিয়নের পান্তলা এলাকার নাইতংপাড়ার কাছে একটি পাহাড়ে কয়েক দিন ধরে থেকে গাছ কাটছিলেন। গত শুক্রবার দুপুরে ১০ থেকে ১২ জনের একটি সশন্ত্র পাহাড়ি সন্ত্রাসী দল গাছ কাটার স্থানে হানা দিয়ে চার কাঠুরিয়াকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের সহপাটিদের কাছে মুঠোফোনে ২ লক্ষ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
স্থানিয়রা জানান, কিছুদিন আগে থেকে অজ্ঞাত পাহাড়ি সন্ত্রাসীরা ব্যবসায়ী ও শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন।
রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কাশেম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, স্থানিয়দের কাছে কাঠুরিয়াদের অপহরণের কথা শোনে ঘটনা স্থলে সেনাবাহিনী গেছে। আমরাও অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি তবে এখনো আমাদের কাছে লিখিত ভাবে কেও অভিযোগ করেনি এবং অপহৃতদের কোন খবর পাওয়া যাচ্ছে না।