রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » রাঙামাটিসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন
রাঙামাটিসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সেবা সপ্তাহ উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার :: “পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্য সামনে রেখে আজ ২৭ জানুয়ারি-২ ফেব্রুয়ারি পর্যন্ত’ সারাদেশের ন্যায় রাঙামাটি জেলায় ‘পুলিশ সেবা সপ্তাহ’ ২০১৯ এর উদ্বোধন করেন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ছুফি উল্লাহ।
এসময় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্তি জেলা প্রশাসক এস এম সফি কামাল (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম সহ পুলিশের উর্ধতন অফিসার, মুক্তিযোদ্ধা, জেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও রাঙামাটি জেলার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় । র্যালিতে পুলিশের জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’, আইজিপি কমপ্লেইন সেল, পুলিশ হেল্প লাইন, কমিউনিটি পুলিশিং, ট্রাফিক ব্যবস্থ্যাপনা, অনলাইন জিডি, সিডিএমএস, সিআইএমএস, ভিকটিম সাপোর্ট সেন্টার, উইমেন্স সাপোর্ট সেন্টার, পুলিশ ক্লিয়ারনেস সার্টিফিকেট সহ বিভিন্ন সেবার ফেস্টুন প্রদর্শন করা হয় ।
রাউজানে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রা, ফুল ও প্রচারপত্র বিলির মধ্য দিয়ে সূচনা হল চট্টগ্রামের রাউজান পুলিশ সেবা সপ্তাহ। আজ রবিবার দুপুর একটায় এই সচেতনমূলক প্লেকার্ড নিয়ে উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মুন্সিরঘাটা হতে জলিল নগর বাস স্ট্যান্ড পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করা হয়েছে। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ’র পরিচালনায় শোভাযাত্রায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, রাউজান সরকারি কলেজের উপাধ্যক্ষ সেলিম নেওয়াজ, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, কাউন্সিলর জানে আলম জনি, শিল্পাঞ্চলের সি. সহকারী পুলিশ সুপার আবুল কালম আজাদ সহ থানার সকল এস.আই, এ.এস.আই, রাউজান সরকারি কলেজের রোভার স্কাউট দল, ট্রাক ও বাসচালক সমিতি, সিএনজি চালক সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শোভাযাত্রা শেষে মুন্সির ঘাটা এলাকায় বৈধ যানবাহনের বৈধ চালকদের ওসির নিজস্ব বাগনে গাঁদা ফুল, চকলেট ও সচেতনমূলক প্রচার পত্রবিলি করেন। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত এই পুলিশ সপ্তাহ চলবে। এই পুলিশ সেবা সপ্তাহ সম্পর্কে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ বলেন, পুলিশের সার্বিক সেবা সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে আমাদের এই আয়োজন। ৯৯৯ কল সেবা, নারী নির্যাতন প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহ, জঙ্গী উত্তান সহ নানা অপরাধ দমনে জনগণকে সচেতন করা এবং জনগণকে সম্পৃক্ত করে অপরাধ নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা এই পুলিশ সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য।
গাইবান্ধায় পুলিশ সেবা সপ্তাহ পালিত
গাইবান্ধা প্রতিনিধি :: ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে আজ রবিবার গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া।
র্যালী পূর্ব এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাহাত গাওরাহারী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, সিনিয়র এএসপি মো. আসাদুজ্জামান আসাদ, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক সুকমল মজুমদার, সহকারি শিক্ষক রিজিয়া আকতার বিউটি প্রমুখ।
র্যালী চলাকালিন সময়ে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বলা হয়- মটর সাইকেল চালানো অবস্থায় হেলমেট পরিধান করুন, হেলমেট ছাড়া মটর সাইকেল চালককে জ্বালানী সরবরাহ থেকে বিরত থাকুন, বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না, একে অপরের সাথে পাল্লা দিয়ে গাড়ি চালাবেন না, গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরুত থাকুন, স্কুল-কলেজের সামনে ধীর গতিতে গাড়ী চালান, রাস্তা পারাপারের সময় সতর্ক থাকুন, রাস্তায় উল্টো পথে গাড়ী চালাবেন না, মাদক পরিহারন করুন, নিজে বাঁচুন পরিবার ও সমাজকে বাঁচান, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতা শান্তি ও উন্নয়নের শত্র“ সমাজ থেকে এসব বিষ নির্মূল করুন, আপনার যে কোন অভিযোগ নিকটস্থ থানায় অথবা ৯৯৯ এ ফোন করে জানান, নিজেকে দুর্নীতিমুক্ত রাখুন, সমাজকে দুর্নীতিমুক্ত রাখতে সচেতন হোন এবং দেশ ও দেশের মানুষকে ভালোবেসে একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখুন।
ঝিনাইদহে পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি :: ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ। আজ রবিবার সকালে সদর থানা চত্বর থেকে এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার হাসানুজ্জামান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, ডিএসবি শাখার ওসি মীর শরিফুল হক, ডিবি ওসি জাহাঙ্গীর আলম, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকারসহ প্রমুখ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবিবার থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এছাড়াও একই সময় অন্যান্য উপজেলাতেও সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এর আগে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়।
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বিশ্বনাথে শোভাযাত্রা
বিশ্বনাথ প্রতিনিধি :: ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই স্লোগানে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বিশ্বনাথে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্বনাথ থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয় উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, থানার এসআই দেবাশীষ, মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম, আফতাবউজ্জামান রিগ্যান, লিটন রায়, সুলতান উদ্দিন, স্বাধীন চন্দ্র তালুকদার, সবুজ কুমার নাইডু, রসুল আহমদ, পিন্টু সরকার, এএসআই তালেব আলী, রিতন সিংহ, জামাল খান, পরিমল চন্দ্র শীল, সাইফুর রহমান ও রবিউল বাশার প্রমুখ।