![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ২৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » ঢাকা » এ নির্বাচনে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে : সাইফুল হক
এ নির্বাচনে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে : সাইফুল হক
ঢাকা প্রতিনিধি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননতা সাইফুল হক বলেছেন ৩০ ডিসেম্বর নির্বাচনের কলঙ্কের তিলক ক্রমান্বয়ে আরো দীর্ঘ ও বিস্তৃত হচ্ছে। যতদিন যাচ্ছে ততই এ নির্বাচনে সরকারি দলের জারিজুরি আরো নগ্ন হয়ে পড়ছে। ১২ জানুয়ারি শনিবার সকালে সেগুন বাগিচা দলের কেন্দ্রীয় কার্যালয়ে একান্ত সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
সাধারণ সম্পাদক বলেন, একাদশ জাতীয় নির্বাচনে বিজয় ঘোষণা করা হলেও বাস্তবে এ নির্বাচনে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে। সেই অবস্থায় সরকারের ক্ষমতায় থাকার রাজনৈতিক ও নৈতিক ভিত্তি একেবারেই দূর্বল। এই অবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নিবাচন- ডিএনসিসি সরকারের রাজনৈতিক এজেন্ডার বাইরে কেন নয়।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি’র মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর রাজনৈতিক বিবেচনায় সরকার ডিএনসিসি’র নির্বাচন কৌশলে স্থগিত করে দিয়েছিল। এখন আবার রাজনৈতিক বিবেচনার কারণেই সরকার এ নির্বাচনের উদ্যোগী হয়েছে। এই অবস্থায় সরকার এবং নির্বাচন কমিশনের বর্তমান ভূমিকার কারণে সেই সকল নির্বাচন কার্যত অর্থহীন হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল পাকিস্তানী শাসকরা মেনে নেয়নি বলে আমাদের মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছিল এবং ৩০ লাখ শহীদকে জীবন দিয়ে একটা স্বাধীন দেশের পাশাপাশি মানুষের এ ভোটের অধিকারকে নিশ্চিত করতে হয়েছিল। আজকের পরিস্থিতি দেখলে মনে হচ্ছে দেশের মানুষকে আবারও একটি গণঅভ্যুত্থান করে মানুষকে তার ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ ক্রমেই সেদিকে ধাবিত হচ্ছে।