সোমবার ● ২৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জাতীয় » উপজেলা পরিষদ নির্বাচন অংশ নেবে না বাম গণতান্ত্রিক জোট
উপজেলা পরিষদ নির্বাচন অংশ নেবে না বাম গণতান্ত্রিক জোট
উপজেলা পরিষদ নির্বাচন অংশ নেবে না বাম গণতান্ত্রিক জোট। আজ সোমবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বা সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত জানাবে এই জোট।
জানতে চাইলে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, গতকাল ‘রবিবার (২৭ জানুয়ারি) উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমাদের বৈঠক আছে। বৈঠকের পরে আজ সোমবার (২৮ জানুয়ারি) আমাদের সিদ্ধান্তের কথা জানাবো।’
বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক আরো বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে নির্বাচনের সমস্ত বিশ্বাসযোগ্যতাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। দেশের নির্বাচনি ব্যবস্থা ভেঙে পড়েছে। নির্বাচনের ন্যূনতম পরিবেশকেও ধ্বংস করা হয়েছে। এই রকম একটা অবস্থায় নিরঙ্কুশ কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণে নির্বাচনে যাওয়ার কোনও পরিবেশ নেই।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ইতোমধ্যে আমরা একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখান করে পুনর্নির্বাচনের দাবি করেছি। নির্বাচনের নামে তামাশা ও প্রহসন এবং মানুষের মধ্যে যে অবিশ্বাস, তা দূর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনে প্রার্থী দেওয়া বা না দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে আমরা যেকোনও সময় নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, আবার যেকোনও সময় বর্জনও করতে পারি।’
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে মঞ্চস্থ হলো এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেভাবে অকার্যকর হয়েছে তাতে নির্বাচনে যাওয়ার কোনও পরিবেশ নেই। শাকসগোষ্ঠী একই প্রক্রিয়ায় যদি আবারও নির্বাচন করতে চায় তাহলে নির্বাচন করাটা কঠিন হয়ে পড়বে। তবে আমরা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো।’
তিনি আরও বলেন, ‘সংসদ নির্বাচনের প্রমাণ হয়ে গেছে এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তাই আমরা এ নির্বাচন কমিশনকে পুনর্গঠনেরও দাবি জানিয়েছি।’